শিক্ষার সাথে সাক্ষাৎকার
মনসিজ (দিব্বান গুহ)
05/09/2020
উদ্ভ্রান্ত আমি! আজ --
দিশাহীন পথে ঘুরতে ঘুরতে
হঠাৎ দেখা হয়ে গেল
শিক্ষার সাথে।
আমাকে দেখেই করমর্দন করতে হাত বাড়ালো।
আমি তো দাম্ভিক! উন্নাসিক!
মাছি তাড়ানোর মুদ্রা করে
হাত নাড়িয়ে বললাম --
…
শিক্ষার সাথে সাক্ষাৎকার
মনসিজ (দিব্বান গুহ)
05/09/2020
উদ্ভ্রান্ত আমি! আজ --
দিশাহীন পথে ঘুরতে ঘুরতে
হঠাৎ দেখা হয়ে গেল
শিক্ষার সাথে।
আমাকে দেখেই করমর্দন করতে হাত বাড়ালো।
আমি তো দাম্ভিক! উন্নাসিক!
মাছি তাড়ানোর মুদ্রা করে
হাত নাড়িয়ে বললাম --
"কি চাই .... আমার কাছে?"
মুচকি হেসে শিক্ষা বললো --
"কিছু না গো!
শুধু "রোদে" ঘুরে "কালো" হয়ে গেছো তো!
তাই তোমায় আমার আশ্রয়ে আনতে চাই।
যাতে তুমি আবার "গৌরকান্তি" হতে পারো।"
আমি কেমন হতবাক হয়ে গেলাম এ কথায়!
বললাম --
"তা কেমন করে হবে?"
শিক্ষা বললো --
তুমি আর আমি
এক হয়ে গেলেই তা হবে।
এসো। আমার সঙ্গে মিশে যাও।"
আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম;
আর মিলিত হলাম শিক্ষার সাথে।
একীভূত হয়ে গেলাম।
আর সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম --
শিক্ষা নিজেই হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষক।
এবং আমি শিক্ষিত হলাম।।