Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিক্ষক দিবসে কৃতজ্ঞতা প্রকাশের এক ক্ষুদ্র চেষ্টা শিরোনাম- গুরুপ্রণামকলমে- স্বপন চক্রবর্তী  
রঙ তুলিতে ভালোবেসে, একটা দিন তোমার থাক,খুদে খুদে স্বপ্নগুলো, রোদের মতোই আলো ফোটাক। স্কুলের বেলা সবুজ সকাল, শরৎ মাখা মেদুর মেঘ,   স্মৃতির ঘ…

 


শিক্ষক দিবসে কৃতজ্ঞতা প্রকাশের এক ক্ষুদ্র চেষ্টা 

শিরোনাম- গুরুপ্রণাম

কলমে- স্বপন চক্রবর্তী  


রঙ তুলিতে ভালোবেসে, একটা দিন তোমার থাক,

খুদে খুদে স্বপ্নগুলো, রোদের মতোই আলো ফোটাক। 

স্কুলের বেলা সবুজ সকাল, শরৎ মাখা মেদুর মেঘ,   

স্মৃতির ঘরে ইলশেগুঁড়ি,মেঘের গুঁড়ো যেমন নামে। 


তোমার কিছু সকাল সন্ধে,আমার কাছে আজও জমা,

ঘর ভর্তি লোকের ভিড়ে, সেই সাহসেই  বাড়াই পা। 

আজকে যত রঙিন পালক,করমর্দন বুক ডোবা, 

 ঠিক যেমন মোমের কাছে, অন্ধকারের ধার দেনা।  


রোদ মাখানো নীল আকাশ, তোমার পাশেই বেশ, 

আমার শুধু কুড়িয়ে নেওয়া, হাত পাতা অভ্যেস। 

ধর্ম যখন মানুষ মাপে,আঁধার জ্বালুক তোমার মুখ,

মাথা নত দু হাত জুড়ে, একটা দিনের এটাই সুখ।