বিভাগ : কবিতা শীর্ষক : মনের কথা ( মন কি বাত নয় )কলমে : শঙ্কর
আমার সেরকম কোন দায় ছিলো না রোজ ভাবতাম আজকে আমি হারিয়ে যাবো নতুন খোঁজের আনন্দে তে মাতবো আমি অলক্ষ্যে কে যোগ করে দেয় জানো ?ঠিক তখনই মনে পড়ে ছোটবেলা মনে পড়ে অনেক খেলা …
বিভাগ : কবিতা
শীর্ষক : মনের কথা ( মন কি বাত নয় )
কলমে : শঙ্কর
আমার সেরকম কোন দায় ছিলো না
রোজ ভাবতাম আজকে আমি হারিয়ে যাবো
নতুন খোঁজের আনন্দে তে মাতবো আমি
অলক্ষ্যে কে যোগ করে দেয় জানো ?
ঠিক তখনই মনে পড়ে ছোটবেলা মনে পড়ে অনেক খেলা
হারিয়ে গিয়েও ফিরতে হয় , কিসের দেনা কে জানে ।
দীর্ঘ জীবন কখনোই কাম্য নয়
কারণ ঐতিহ্যের লালন সে সব ধুলোয় লুটায়
জীর্ণ এক আসবাব হয়তো সাবেকিয়ানার কথা বলে
কিন্তু জীবন তো আর আসবাব নয়
তাই প্রতিদিন তাঁর মনে হয় কাল বুঝি শেষের দিন
এবার দায়বদ্ধতা জাঁকিয়ে বসে ঘন রাতের মতো
তবুও আরেকটা ভোরের অপেক্ষায় খুব অনীহা
জীর্ণ আসবাব আর সাবেকিয়ানার কথা বলবে না
শুধু তুমি জানবে দায়বদ্ধতার ছোট্ট সফর মসৃন ছিলোনা
07.09.202