#বদল
ভাঙে চেনা ঘর। ভাগ হয় ভিটেবাড়ে মনের দূরত্ব ক্রমেচারিদিকে তারা ঠাঁই বদলায় জীবন জঙ্গমে।
ভাঙন ধরেছিল হৃদয় প্রাসাদেযখন আলগা খানিক শিকড়ঘূর্ণির বেগে উপড়ায় তারেআগন্তুক বিদেশি ঝড়।
শুধু মন নয় দেহটাও থাক দূরেযাপন শেখালো অনেকআলগা বাঁধন আল…
#বদল
ভাঙে চেনা ঘর। ভাগ হয় ভিটে
বাড়ে মনের দূরত্ব ক্রমে
চারিদিকে তারা ঠাঁই বদলায়
জীবন জঙ্গমে।
ভাঙন ধরেছিল হৃদয় প্রাসাদে
যখন আলগা খানিক শিকড়
ঘূর্ণির বেগে উপড়ায় তারে
আগন্তুক বিদেশি ঝড়।
শুধু মন নয় দেহটাও থাক দূরে
যাপন শেখালো অনেক
আলগা বাঁধন আলগা আরও
অস্তমিত অনুভূতি, আবেগ।
অনু জীবের দুরন্ত গুগলি
লকডাউন। সামাজিক দূরত্ব
মুখে মাস্ক। কফিনে পেরেক।
মৃত্যু অনিবার্য সত্য।
সময়ের সাথে কত কি পাল্টায়!
বাঁকা শিরদাঁড়া ছুঁয়ে যায় ঘাস
দীর্ঘ বাসনা অন্যায্য স্বার্থের,
তবুও চলে নিরন্তর সহবাস !
ধুঁকছে প্রহর, ধুঁকছে দিন
ধুঁকছে আপামর জনগণ
ধোঁকে না তারা, লালসার
নেশায়, বাঁচে যারা আমরণ!!