Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#খুঁজছি_সুদিন_নিয়ে_আশা
ভাল্লাগে না, ভাল্লাগে না,    আর তো কিছুই ভাল্লাগে না,আসছে পুজো, নেইকো কেনা,    ঘুরতে যাওয়া তাও হবেনা,ঘরের ভিতর  বন্দী দশা,    হারিয়ে যাচ্ছে  সকল আশা, আশায় আছি আসবে টিকা,      পড়বে  পরাণ জয়টিকা,খুঁজছি আলো লম্…

 





#খুঁজছি_সুদিন_নিয়ে_আশা


ভাল্লাগে না, ভাল্লাগে না,

    আর তো কিছুই ভাল্লাগে না,

আসছে পুজো, নেইকো কেনা,

    ঘুরতে যাওয়া তাও হবেনা,

ঘরের ভিতর  বন্দী দশা,

    হারিয়ে যাচ্ছে  সকল আশা, 

আশায় আছি আসবে টিকা,

      পড়বে  পরাণ জয়টিকা,

খুঁজছি আলো লম্ফ জ্বেলে, 

      যাচ্ছে গো দিন অবহেলে,

নকসী কাঁথায় স্বপ্ন সুখ,

      তারও দেখি ব্যাজার মুখ,

নেই এর ঘরে পান্তা ফুরায়

      আচ্ছে দিনের স্বপ্ন জাগায়।


ভাল্লাগে না ভাল্লাগে না, 

    পেটের খিদে বুঝ মানেনা, 

হাতিবাগান গড়িয়াহাট,

     আজ যেন গড়েরমাঠ,

নেইকো দেখা কোন ক্রেতার,

    মাথায় চাপড়  বিক্রেতার, 

মহাজনের ঘরে ঋণ, 

   বাড়ছে যে সুদ দিন কে দিন,

খুঁজে পেলে একটি ক্রেতা, 

    ঝাঁপিয়ে পড়ে বিক্রেতা, 

নিন না দিদি একটা কিছু,

     অবুঝ খিদেয় কাঁদছে শিশু, 

দাম টা না'হয় কমই দেবেন,

    একটা কিছু নিয়েই যাবেন।


ভাল্লাগে না ভাল্লাগে না, 

     জীবন বদল ভাল্লাগে না, 

ঢাকি,ঢুলি, পুরুতমশাই, 

    জীবনে সবার একটি  কষাই।

আসছে পুজো নেইকো মজা, 

     খড়ের গাদায় ছুঁচটি খোঁজা। 

খড়ের উপর শাকের আঁটি, 

       চাপানো সুখ হচ্ছে মাটি,

জিভের তলায় সরবিট্রেট,

      জীবনের জুড়ে স্লো যে নেট,

 হালকা মুডে চাকা ঘোরে, 

        জীবন কাঁটা নড়েচড়ে, 

হার্ডেল গুলো টপকে গিয়ে, 

    জয়ের দড়ি দেখবো  ছুঁয়ে। 


#শ্বেতা_ব্যানার্জী

১০,৯,২০