RAM -- সারস্বত
অনেক দিন পর এক সঙ্গে অনেক গুলো পেঁচার র্যানডম ডাক শুনতে পাচ্ছে মেঘ । যেন তাদের র্যানডম একসেস মেমোরি হ্যাং করে গেছে -- আটাত্তর ঘূর্ণনের ধ্বনি মুদ্রণে একটি ধ্বনি কক্ষে আটকে যাওয়া গ্রামোফোনের পিনের মত । পেঁচা গুলো খ…
RAM -- সারস্বত
অনেক দিন পর এক সঙ্গে অনেক গুলো পেঁচার র্যানডম ডাক শুনতে পাচ্ছে মেঘ । যেন তাদের র্যানডম একসেস মেমোরি হ্যাং করে গেছে -- আটাত্তর ঘূর্ণনের ধ্বনি মুদ্রণে একটি ধ্বনি কক্ষে আটকে যাওয়া গ্রামোফোনের পিনের মত ।
পেঁচা গুলো খুব সম্ভবতঃ বাগানের শিমুল গাছেই বসেছিল । ওরা কি রাত্রে শিমুল ফুলের কাছে মাধুকরী চাইতে আসে ? আর পাশের মধুমতি- ডালিম গাছের পরী তাকে যতি চিহ্নই উপঢৌকন দেয় ভিক্ষা স্বরূপ !
কে জানে ? মেঘ ও জানে না , তবু তার বৃষ্টি আসে । আর একটা বন্ধ পৃথিবীর অন্ধকারে জমে থাকা হিমবাহ, মাটির জ্যাকেট খুঁজতে থাকে । মেঘ উষ্ণ বর্ষণে হিমবাহকে একটা গতিময়তা দেয় । তার মনে পড়ে যায় হিমালয়ের পাঁজর ঘেঁষে একদিন হেসেছিল তার নিক্কন । মন উতলা হয় কি ? কে জানে ! সব দরজার সামনে সুধার মানে তো জমে থাকেনা অয়েল পেইন্ট হয়ে …
নদী বয়ে চলে লবনাম্বু উদ্ভিদের শ্বাস মূল ডুবিয়ে দিয়েই … । এদিকে মেঘ ভাবে একটা কোনো কাজ দরকার , লকডাউনে ও যার কর্মফল আনলক ই থেকে যাবে ….
ভাবে , ভাবে আর ভাবে ….
আর গভীর রাতে সেই প্রগাঢ় পিতামহীর দূত হয়ে এই পেঁচা গুলো অদ্ভুত হয়ে উঠে ডাকে , ডাকে …
ডাকতেই থাকে ….
© সারস্বত
160920