Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাইম বোমা কান্ডের মূলচক্রি ধৃত

পাঁশকুড়া টাইম বোমা কান্ডে  মূল চক্রিকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
পাঁশকুড়া টাইমবোমা কান্ডে 6 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত 24 বছরে আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি।…

 


পাঁশকুড়া টাইম বোমা কান্ডে  মূল চক্রিকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ


পাঁশকুড়া টাইমবোমা কান্ডে 6 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত 24 বছরে আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি। আজ তমলুক এসপি অফিসে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান যে, পাঁশকুড়া বোমা কাণ্ডে মূল অভিযুক্ত কে 6 ঘণ্টার মধ্যে পাঁশকুড়ার রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ঘোষপুর অঞ্চলের রামগড় গ্রামে। রজত গাঁতাইতে ইমারতি সামগ্রী ধার নিয়েছিল ওই অভিযুক্ত। ধার শোধ না করার কারণে বারবার চাপ সৃষ্টি করেছিল রজত। তাই ভয় দেখানোর জন্য ইউটিউব দেখে I.E.D বিস্ফোরক  মতো বানিয়ে ফেলে। এরপর গতকাল সকালে দোকান ওই গোডাউনে ওই বিস্ফোরক রেখে চলে যায়। এরপর ফোনে হুমকি দেয় চার বার ফোন ও দু বার এসএমএস করে। অভিযুক্তের কাছ থেকে ব্যবহার করা নতুন সিম' নতুন মোবাইল এবং বিস্ফোরক তৈরি করার কিছু সামগ্রী উদ্ধার করা হয়। আজকে অভিযুক্তকে কোর্টে তোলা হবে। পুলিশ হেফাজতের আবেদন করা হবে।