সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব:২৩বিষয়:"ঘুড়ি ওড়ানোর দিনগুলো"বিভাগ:কবিতা শিরোনাম- ঘুড়ি কলমে-বন্দনা পাত্র ১০|০৯|২০২০শরৎ এলো আকাশ জুড়ে উড়ল রঙিন ঘুড়ি। লাল হলুদ নীল সবুজ ওরে লাটাই সুতোয় জড়াজড়ি, ডাক ঘুড়িটার মাঞ্জা সুতো শব্দ তোলে …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব:২৩
বিষয়:"ঘুড়ি ওড়ানোর দিনগুলো"
বিভাগ:কবিতা
শিরোনাম- ঘুড়ি
কলমে-বন্দনা পাত্র
১০|০৯|২০২০
শরৎ এলো আকাশ জুড়ে
উড়ল রঙিন ঘুড়ি।
লাল হলুদ নীল সবুজ ওরে
লাটাই সুতোয় জড়াজড়ি,
ডাক ঘুড়িটার মাঞ্জা সুতো
শব্দ তোলে সুর করে।
ওরে তরুণ,ওরে কাঁচা যত
ঘুড়ি ওড়া স্মার্ট ফোন টা ছেড়ে।
শৈশব স্মৃতি মাঠে,ছাদে ভোকাট্টা
আকাশেতে প্রতিযোগীর ঘুড়ি কাটা
শরৎ হেমন্তের দিন গুলি বেশ!
আকাশে চলত রঙিন ঘুড়ির রেশ।