Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- --23বিষয়- ---ঘুড়ি ওড়ানোর দিনগুলোবিভাগ- --কবিতা শিরোনাম- --শৈশব যায় দেখা কলমে ---রত্না পালতারিখ--- 12*9*2020___________@__________
চল ছুটে যাই খেলার মাঠেচলনা বাড়ির ছাদে !আজকে হবে ঘুড়ির লড়াই মাতবো সবাই সা…



সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- --23

বিষয়- ---ঘুড়ি ওড়ানোর দিনগুলো

বিভাগ- --কবিতা 

শিরোনাম- --শৈশব যায় দেখা 

কলমে ---রত্না পাল

তারিখ--- 12*9*2020

___________@__________


চল ছুটে যাই খেলার মাঠে

চলনা বাড়ির ছাদে !

আজকে হবে ঘুড়ির লড়াই 

মাতবো সবাই সাথে ।


সুনীল আকাশ বইছে বাতাস

উড়বে ঘুড়ি সুখে

সুতোর টানে বসত বসাই

নীল গগনের বুকে ।


ছাড়ছি সূতো যাচ্ছে সুদূর 

দূর সীমানার ঘরে

চলছে লড়াই লালে নীলে

একটা যাবেই হেরে !


জমে গেছে যুদ্ধ খেল

শুধু কি ঘুড়িতে !

ও বাড়ির পাঁচু হাঁকে

হেরো হবি নীলেতে !


ভোকাট্টায়  নীল ঘুড়িটা

গেল প্যাচে কেটে !

দুষ্টু পাঁচু দলটি বাঁধে

আনবে বলে ছোটে ।


ভাবনা মাঝে ছুটলে দেখি

শৈশব যায় দেখা

স্মৃতির পাতায় উৎসবী রঙ

দুষ্টুমী সব মাখা ।


____________@__________