Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রদ্ধার্ঘ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

নরসিংহ দাস (শিক্ষক, শিল্পী) শরৎ ঋতুর আগমন কিছু দিন বাদেই.... কিন্তু আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পালন দিনে প্রথম আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবয়ব দিয়েই শুরু করেছিলাম আমার এই কালোজিরে দিয়ে এক নতুন শিল্পকলা...  ২০১৮ …

 


নরসিংহ দাস (শিক্ষক, শিল্পী)

শরৎ ঋতুর আগমন কিছু দিন বাদেই.... কিন্তু আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে পালন দিনে প্রথম আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবয়ব দিয়েই শুরু করেছিলাম আমার এই কালোজিরে দিয়ে এক নতুন শিল্পকলা...  ২০১৮ সালে নিছক‌ই আঁকতে বসে...সাদা খাতার উপর কালোজিরে ছড়িয়ে দিয়েছিলাম...আর তা সরিয়ে সরিয়ে.... কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবয়ব আঁকার চেষ্টা করেছিলাম.... এখনও সেই চেষ্টা চলছে.... আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়...।