Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২২বিভাগ- কবিতাবিষয়- শিক্ষক দিবসশিরোনাম- মানুষ গড়ার কারিগরকলমে- স্বাগতা চ্যাটার্জীতারিখ- ০৫/০৯/২০২০
শিক্ষক সমাজের রক্ষক জানি,মানুষ গড়ার কারিগর তাঁরা মানি।আদর্শ শিক্ষা দিয়ে শিশুর বর্তমানকেগড়ে তোলেন ভব…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২২

বিভাগ- কবিতা

বিষয়- শিক্ষক দিবস

শিরোনাম- মানুষ গড়ার কারিগর

কলমে- স্বাগতা চ্যাটার্জী

তারিখ- ০৫/০৯/২০২০


শিক্ষক সমাজের রক্ষক জানি,

মানুষ গড়ার কারিগর তাঁরা মানি।

আদর্শ শিক্ষা দিয়ে শিশুর বর্তমানকে

গড়ে তোলেন ভবিষ্যতের দৃঢ় কাঠামোকে।

তাঁদের ছত্রছায়ায় ছাত্রজীবন সুরক্ষিত,

তাঁদের দেখানো পথে জীবন সংরক্ষিত।

শিক্ষক মানুষের মান হুঁশকে জাগ্রত করে,

প্রকৃত শিক্ষার আধারে সজ্জিত করে।

নবজাগরণ আসে শিক্ষকের দেখানো পথে,

ছাত্ররা মনোবল পায় মানসম্মত শিক্ষার সাথে।


শিক্ষক সমাজের রক্ষক জানি,

আজীবন শ্রদ্ধায় নতজানু আমি।

কখনো নরম কখনো কঠিন অনুশাসন

ভবিষ্যতের মসৃণ পথ প্রদর্শন

শিক্ষক পারেন সমাজকে সুস্থ রাখতে,

অপসংস্কৃতিকে ভুলে সংস্কৃতির মর্যাদা দিতে।

তিনি সমাজের ধারক, বাহক,চালক,

শিক্ষকই শৈশব, কৈশোরের প্রতিপালক।

শিক্ষক পরম গুরু, অগ্রগামী সমাজের সূত্রপাত,

আজীবন তাঁর দেখানো পথে থাকুক প্রজন্মের দৃষ্টিপাত।