Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

#সাপ্তাহিক#প্রতিযোগিতা#পর্ব- 23 #বিষয় -''#ঘুড়ি#ওড়ানোর#দিন#গুলো'' #বিভাগ - পদ্য কবিতা #শিরোনাম - স্মৃতির মায়া কলমে - সুকুমার ব্যানার্জ্জী 09/09/2020 
ছোটবেলায় দল বেঁধে সব ঘুড়ি ওড়াতাম বড়ই ভালো হতো যদি দিনটা ফিরে পেতা…

 


#সাপ্তাহিক#প্রতিযোগিতা#পর্ব- 23 

#বিষয় -''#ঘুড়ি#ওড়ানোর#দিন#গুলো'' 

#বিভাগ - পদ্য কবিতা 

#শিরোনাম - স্মৃতির মায়া 

কলমে - সুকুমার ব্যানার্জ্জী 

09/09/2020 


ছোটবেলায় দল বেঁধে সব 

ঘুড়ি ওড়াতাম 

বড়ই ভালো হতো যদি 

দিনটা ফিরে পেতাম। 


নানা রঙের নানা ঘুড়ি 

কত সুতোর বাহার 

লাটাই নিয়ে ছাতে উঠে 

ঘুড়ি কাটতাম সবার। 


সেদিনের সেই ঘুড়ির লড়াই 

সবাই নিতো পাঞ্জা 

নিজে জেতার তাগিদে তাই 

সুতোয় দিতাম মাঞ্জা। 


ঘুড় উড়িয়ে কত ঘুড়িকে 

করতাম যে ভোকাট্টা 

উপর থেকে নিচে এলে 

বাবা মারতো গাট্টা। 


বিশ্বকর্মা পুজো এসে গেলো 

ঘুড়ি ওড়ানোর জল্পনা 

ঘুড়ি ওড়াও সব আনন্দ করো 

বিপদ যেনো ঘটেনা।