Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৩#বিষয় -"ঘুড়ি _ওড়ানোর _দিনগুলো বিভাগ -গল্প 
ঘুড়ির মেলায় মালা সেন দে ১০।৯।২০২০
আজ আবার ফিরতে হলো মনের ঘরে, ভীষণভাবে মনে ভীড় করছে সেদিনগুলোর কথা । দাদার প্রিয় শখ ছিল ঘুড়ি ওড়ানো , কত নাম ঘুড়ির , পেটকা…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৩

#বিষয় -"ঘুড়ি _ওড়ানোর _দিনগুলো 

বিভাগ -গল্প 


ঘুড়ির মেলায় 

মালা সেন দে 

১০।৯।২০২০


আজ আবার ফিরতে হলো মনের ঘরে, 

ভীষণভাবে মনে ভীড় করছে সেদিনগুলোর কথা । দাদার প্রিয় শখ ছিল ঘুড়ি ওড়ানো , কত নাম ঘুড়ির , 

পেটকাটি , চাঁদিয়াল , ময়ূরপঙ্খি , মনে হতো যেনো আমি ঘুড়ি হয়ে উড়ছি ।


 কখন যে পেরিয়ে এলাম , মন ঘুড়িটা আজও লাগামহীন হতে চায় , 

জানতে চায় আমার কাছে , আমার আকাশ কোথায় ? 

একফালি আকাশ খোঁজে মন ঘুড়ি ওড়াবে বলে । 

এখনো আকাশের দিকে তাকিয়ে দেখি লাল , নীল হলদে রঙের ঘুড়ি , 

শৈশবের মনটাকে ওরা  ফিরিয়ে দেয় আমায় । 

যাই হোক , বিশ্বকর্মা পুজোর কদিন আগেই, 

 ঘুড়ি নিয়ে দাদাদের পড়ে যেত সাজ সাজ রব । 

খুব ছোটো ছিলাম যখন দেখেছি দাদা কাগজে ঝাঁটার কাঠি লাগিয়েঘুড়ি বানাতে 

ছুটির দুপুরে ভাই বোনে কাটাতাম আবিষ্কারের আনন্দে । 

তার জন্য কম বকুনি খায়নি মার কাছে , এখন সব স্বপ্ন মনে হয় , 

 একটু বড় হতে বন্ধুদের নিয়ে কাঁচের গুঁড়ো , শিরিষ আঠা রঙ সাবু এসব দিয়ে চলত মাঞ্জা দেওয়া । 

তখন আমাদের  বাড়ির সামনে মাঠটায় নারকেল দুটো গাছে  হতো সুতোয় ধার আনার মহড়া   , 

আকাশের বুকে বিশ্বকর্মা পুজোর দিন চলবে ঘুড়ির যুদ্ধ । 

পাড়ায় কি আরও দূরের থেকে উড়ে আসা ঘুড়িদের  , 

 দাদার ঘুড়ির সুতোর প্যাঁচে পড়ে হতো ধরাশায়ী ।  

দাদার ঘুড়ি ওড়ানো দেখতে দেখতে দেখতাম, 

 দাদা যখন ঘোরতর ঘুড়ি যুদ্ধে নেমে পড়ত , আমি হতাম ওর লাটাই ধরার সাথী । 

আমাদের উঠোনে পেয়ারা গাছের মগডালে ঘুড়ি কেটে পড়লেই , 

আমি ছাদ থেকে দৌড়ে নামতাম ঘুড়ি জয়ের আনন্দে । 

মার বকুনি খেয়েছি কতদিন , বাবার কাছে হয়েছে নালিশ , 

কে শোনে কথা , তবুও সব কিছুকে উপেক্ষা করে দাদার সাথে উড়তে চেয়েছি নীল আকাশে । 

উড়ছে ঘুড়ি সারা আকাশ জুড়ে , হৈ হুল্লোর চিৎকরে , 

সকাল থেকেই পাড়ার ছাদগুলো ছোটো থেকে বুড়োদের জবর দখলে থাকত । 

ভো কাট্টা চিৎকার আর প্রাণের উল্লাসে মুখর হতো চারিদিক , 

নীল আকাশ জুড়ে থাকত ভাসমান রঙের মেলা, 

ছিলো শৈশব আর কৈশোরের সবুজ মনের খেলা  । 

আজ মধ্যাহ্নে বসে আকাশটাকে দেখছি কংক্রিটের সমুদ্রে বসে , 

সময়ের অস্থিরতার মধ্যে থেকেও মন চায় একবার রঙিন হোক রঙের মেলায় ॥