Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২২বিভাগ: গদ্য কবিতাশিরোনাম:লহ প্রণামকলমে: নন্দিনী সাহাতারিখ:০৫/০৯/২০২০

কেউ বলে আপনাদের শিক্ষক,কেউ বলে অধ্যাপক,কেউ ডাকে ওস্তাদ,কারোর কাছে আবার শুধুই মাস্টারমশাই,আপনাদের কাছেই হয়েছে তো আমাদের স্বর,ব্যঞ্জন…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২২

বিভাগ: গদ্য কবিতা

শিরোনাম:লহ প্রণাম

কলমে: নন্দিনী সাহা

তারিখ:০৫/০৯/২০২০



কেউ বলে আপনাদের শিক্ষক,কেউ বলে অধ্যাপক,কেউ ডাকে ওস্তাদ,কারোর কাছে আবার শুধুই মাস্টারমশাই,

আপনাদের কাছেই হয়েছে তো আমাদের স্বর,ব্যঞ্জনের হাতেখড়ি,পড়তে শিখেছিলাম রবির লেখা সহজ পাঠ।

জেনেছি ইতিহাস,ভূগোল,বিজ্ঞান,আর নবগণিত মুকুল,

আপনারা করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শন,

দিয়েছেন মূল্যবোধ,নৈতিকতা,মানবিকতা,মনুষ্যত্বের শিক্ষা।


আপনারা শিখিয়েছিলেন,শিক্ষিত ব্যক্তির শিক্ষা প্রতিফলিত হয় মানুষের প্রতি তার ব্যবহার ও আচরণে,

কোনো মানুষকে যেন না করি হেয়,সে হোক যতই অধঃস্তন কর্মচারী,কিংবা রিক্সাওয়ালা বা সবজিওয়ালা,

শিখিয়েছিলেন শ্রমের প্রতি যেন করি মর্যাদা পরিদর্শন,

দিই যেন যোগ্যকে সম্মান,যেন করি তার যথার্থ সমাদর।


শিখিয়েছিলেন মাথা উঁচু করে বিবেকবান হয়ে বাঁচতে,

বুঝিয়েছেন মানুষ তো সেই'ই যার আছে মান আর হুঁশ,

বলেছিলেন শিরদাঁড়াটা নিজের সবসময় রাখিস সোজা, কোনোদিন কোনো অন্যায়কে দিস না প্রশ্রয়ের আশ্রয়,

করিস না কখনো অন্যায়ের সাথে আপোষ,করিস অন্যায়ের বিরুদ্ধে কলমের জোরে প্রতিবাদ।


জীবনে এগিয়ে চলার পথে প্রয়োজন বাবা মায়ের আশীর্বাদ,দরকার হয় সঠিক পথে চলার পথপ্রদর্শকের,

বাবা মায়ের মতোই আপনাদের সবসময় পেয়েছি পাশে,

আপনারা হলেন আমার 'পরম শ্রদ্ধেয়,প্রণম্য,শিক্ষক'।


আপনাদের কারণেই হয়েছে আজ কত সাধারণ শিক্ষার্থী হয়েছে কেউ ডাক্তার,কেউ উকিল,অথবা ইঞ্জিনিয়ার,

আজ এই কবিতার মাধ্যমে স্মরণ করছি আপনাদের,

আমরা ঋণী ছিলাম,আছি,ও থাকবো আপনাদের কাছে,

শুধু আজকের ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে নয়,

প্রতিটি দিন শ্রদ্ধাজ্ঞাপন করে আপনাদের চরণে নতমস্তকে জানাই আমার বিনম্র প্রণাম ও নমস্কার।