Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক  সেরা লেখনী প্রতিযোগিতা বিষয়  - শিক্ষক  দিবসকলমে - মঞ্জুলা বরতারিখ - 05.09.2020
শিক্ষক  দিবস ঘুরে ফিরে 5ই সেপ্টেম্বরে  আসে,রাধা কৃষ্ণানের জন্মদিনে  সবাই  আনন্দে হাসে ।
শিক্ষাবিদ ছিলেন তিনি দেশের সবাই জানে,জ্ঞানের ঋত্বিক ম…

 


সাপ্তাহিক  সেরা লেখনী প্রতিযোগিতা 

বিষয়  - শিক্ষক  দিবস

কলমে - মঞ্জুলা বর

তারিখ - 05.09.2020


শিক্ষক  দিবস ঘুরে ফিরে

 5ই সেপ্টেম্বরে  আসে,

রাধা কৃষ্ণানের জন্মদিনে

  সবাই  আনন্দে হাসে ।


শিক্ষাবিদ ছিলেন তিনি 

দেশের সবাই জানে,

জ্ঞানের ঋত্বিক মানব উনি 

অন্তর তারেই মানে।


শিক্ষক  দিবস পালন করি

উনার  তো জন্মদিনে,

জ্ঞানের আলো নীরবে  ধরি

শিক্ষার্থীরা থাকে ঋণে।


শিক্ষক  হলেন জ্ঞানের আঁধার

ঘুঁচায় মনের কালো,

ন‍্যায়ের পথে সাথী সবার

হিয়ায় জাগায় আলো।


জ্ঞানের আলো ঢেলে দিয়ে 

অজ্ঞান দূর করেন,

সত‍্যের পথে  দিশা  নিয়ে 

দেশের হাল ধরেন ।


ন‍্যায় নিষ্ঠায় সবারে যিনি 

 জাগায় বিবেক চেতন,

শিক্ষার কারিগর হয়ে   তিনি 

উড়ায় জ্ঞানের কেতন।


জাতীর মেরুদণ্ড  হলেন

শিক্ষক  সমাজ টাই,

দেশ গড়ার পথে চলেন

শ্রদ্ধা  জানাই তাই ।।