সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা বিষয়---শিক্ষক দিবসশিরোনাম - --- শিক্ষাগুরুকলমে---- শংকরী সাহাতারিখ---- ০৫/০৯/২০২০
শিক্ষক সর্বদা শ্রদ্ধেয় সবার,শিক্ষক সবার গুরুশিক্ষকদের হতে সবার জীবনের হয় শিক্ষা শুরু।
নিজের স্বার্থ ত্যাগ করেজ্ঞান করে দ…
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা
বিষয়---শিক্ষক দিবস
শিরোনাম - --- শিক্ষাগুরু
কলমে---- শংকরী সাহা
তারিখ---- ০৫/০৯/২০২০
শিক্ষক সর্বদা শ্রদ্ধেয় সবার,
শিক্ষক সবার গুরু
শিক্ষকদের হতে সবার জীবনের
হয় শিক্ষা শুরু।
নিজের স্বার্থ ত্যাগ করে
জ্ঞান করে দাণ
কখনো হবে না শোধ
তাদের প্রতিদান।
জন্মের পরে মায়ের কাছে
শিক্ষা হয় শুরু
মায়ের পরে শিক্ষক হলেন
মোদের শিক্ষাগুরু।
শিক্ষক হলো জাতির মেরুদণ্ড
শিক্ষক জাতির মান
শিক্ষক শেখায় জীবনের কর্মকাণ্ড
সু,-শিক্ষায় ভরে প্রাণ।
শিক্ষার আলো করে দাণ
নিরক্ষর আছে যারা,
ধনী গরীব ভেদাভেদ ভুলে
শিক্ষা পায় তারা।
সবার মনে গড়ে তোলে
আশার আলো
শিক্ষক ছাড়া হবেনা
দেশের ভালো।