সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ২৩বিষয়ঃ ঘুড়ি ওড়ানোর দিনগুলোবিভাগঃ কবিতাশিরোনাম – ঘুড়ি ওড়ানোর একদিন কলমেঃ স্বপন চক্রবর্তী তারিখ– ১২/০৯/২০
একটা রঙিন ঘুড়ি, সঙ্গে নাটাই চাই,সবাই ওড়ায় দেখি , শুধু আ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ২৩
বিষয়ঃ ঘুড়ি ওড়ানোর দিনগুলো
বিভাগঃ কবিতা
শিরোনাম – ঘুড়ি ওড়ানোর একদিন
কলমেঃ স্বপন চক্রবর্তী
তারিখ– ১২/০৯/২০
একটা রঙিন ঘুড়ি,
সঙ্গে নাটাই চাই,
সবাই ওড়ায় দেখি ,
শুধু আমারি নেই ।
সকাল থেকেই শুরু,
ঘ্যানঘ্যানে বায়না,
থেকে থেকে বাবাকে,
কি হলো দাওনা।
বাবার বকুনি খেয়ে,
আসে বুঝি চোখে জল,
এমন করুন দিনে,
মাগো তুমি সম্বল।
"একটা ঘুড়িই তো,
কি এমন বেশি কথা
আহারে বাছাটা,
কেঁদে কেটে একসা"
মায়ের ভরসা শুনে,
বুকে দেখি জাগে বল,
বায়না করেছি তাই,
এইবার পাবো ফল।
বাবা অফিস গেলে,
একছুটে যাবো ছাদে,
ভোকাট্টা করবোই,
যতগুলো পাবো আগে।
সারা রাত ঘুম দেশে,
উড়ছে ঘুড়ির পাল,
পেটকাটি, মোমবাতি,
এক তেল, চাঁদিয়াল।
পরদিন সকালে,
প্রস্তুতি যুদ্ধের,
ভাবখানা এমনই,
এসে গেছে সোয়া শের।
অনেক কায়দা করে,
কান্নিক, চেত্তা,
যত দি তোল্লাই,
খায় শুধু গোঁত্তা।
তাই দেখে ফিক ফিক,
মার হাসি শুরুতে,
কিছু পরে তাল ঠুকে,
ঢলে পড়ে মাটিতে।
সেই থেকে পাল্টেছি ,
বেসিক ছকটা,
দলে ভিড়ে চিৎকার,
ভোকাট্টা - ভোকাট্টা।