নাম অয়ন বসু । একজন হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক।ছোট্ট বেলা থেকে পরম শ্রদ্ধেয় গুরু পণ্ডিত অসীম মিত্রের কাছে সেতারের তালিম শুরু,যা এখনও চলছে।মাঝে সৌভাগ্য বশত গুপিগাইন বাঘা বাইন সিনেমার সেতার বাদক প্রয়াত পণ্ডিত দীপক চৌধুরীর…
নাম অয়ন বসু । একজন হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক।ছোট্ট বেলা থেকে পরম শ্রদ্ধেয় গুরু পণ্ডিত অসীম মিত্রের কাছে সেতারের তালিম শুরু,যা এখনও চলছে।মাঝে সৌভাগ্য বশত গুপিগাইন বাঘা বাইন সিনেমার সেতার বাদক প্রয়াত পণ্ডিত দীপক চৌধুরীর কাছে প্রায় দুই বছর সেতার এর তালিম লাভ করেছেন।শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্র সংগীত থেকে শুরু করে লোক গীতি,পাশ্চাত্য সঙ্গীত সব কিছুই শুনেন। সৃষ্টি সাহিত্য পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।