Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম- অপেক্ষাকলমে-  স্বপন চক্রবর্তীতারিখ- ২৫.০৯.২০২০
দুয়ার ধরে দাঁড়িয়ে আছে, একলা অবুঝ মন,ও ঘরে তুই খিল দিয়ে দোর, আছিস অন্য মন ।
ও ঘরে তোর ওড়না বেঁধে হরিণ সাজা,ও ঘরে তুই পাখির নীড়ে মেলিস ডানা।  ও ঘর  তোর লজ্জা উধাও একাই রাজা,ঝিম …

 


শিরোনাম- অপেক্ষা

কলমে-  স্বপন চক্রবর্তী

তারিখ- ২৫.০৯.২০২০


দুয়ার ধরে দাঁড়িয়ে আছে, একলা অবুঝ মন,

ও ঘরে তুই খিল দিয়ে দোর, আছিস অন্য মন ।


ও ঘরে তোর ওড়না বেঁধে হরিণ সাজা,

ও ঘরে তুই পাখির নীড়ে মেলিস ডানা।  

ও ঘর  তোর লজ্জা উধাও একাই রাজা,

ঝিম দুপুরে জানলা দিয়ে মেঘ কন্যা।


ও ঘরে তোর ঠোঁট ফুলিয়ে মন কেমন,

ও ঘরে তুই উথাল পাথাল একমুঠো ঝড়।

ও ঘর জানে আয়না ভেজায় চোখের কোন,

চাদর মুড়ি মন তলানি বিষাদ পুরীর ঘোর।


ইচ্ছেঘরের চাবির গোছা এবার থেকে তোর,  

তুই আমার আস্ত নদী,আলতা মাখা ভোর।

 

আয়না  দুজন নক্সীকাঁথায় স্বপ্ন বুনি,

তোর হারিয়ে যাওয়া বিকেলগুলোর গল্প শুনি।

শুনতে শুনতে দুজন মিলে হাঁটবো চল,  

একটা সকাল, একটা বিকেল, অনন্তকাল ।


হাঁটতে হাঁটতে তেপান্তর পেরিয়ে যাবি।

উপন্যাস যেমন আঁকে মেঘের ছবি,

আমি হবো আকাশছোঁয়া নীল পাহাড়।

চাঁদের আলোয় ভিজবো দুজন রাত্রিভোর।


সন তারিখের হিসেব ছেড়ে মাদুর পাতে মন,

জমছে নেশা, বাঁচিয়ে রাখি অলীক সমীকরণ।