করোনাকে উপেক্ষা করেই খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা করলেন তমলুকের "তাম্রলিপ্ত আদি দুর্গোৎসব কমিটি"।
করোনা পরিস্থিতির মধ্যে এবছর শারদ উৎসবে কতোটা বাঙালি মাতবে তা সময়ই বলবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এখনো প্র…
করোনাকে উপেক্ষা করেই খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা করলেন তমলুকের "তাম্রলিপ্ত আদি দুর্গোৎসব কমিটি"।
করোনা পরিস্থিতির মধ্যে এবছর শারদ উৎসবে কতোটা বাঙালি মাতবে তা সময়ই বলবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এখনো প্রায় এক মাস বাকি। অনেক আগেই খুঁটি পুজো সেরে নিল তমলুকের তাম্রলিপ্ত আদি দুর্গোৎসব কমিটি। বৃহস্পতিবার সকালে তমলুকের ঐতিহাসিক রাজবাড়ির মাঠে খুঁটি পূজার মাধ্যমে সূচনা হল শারদ উৎসবের। খুঁটি পূজা উপস্থিত ছিল তাম্রলিপ্ত আদি দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। খুঁটি পুজো দেখতে বৃষ্টির মধ্যেই এলাকাবাসী ভিড় জমান। তাম্রলিপ্ত আদি দুর্গোৎসব ১১ তম বর্ষে পদার্পণ করল।