Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

৩৪১.  *যদি--###*
শুভেচ্ছা যদি       সকাল বেলার  শুধু! দুরেই না হয়যাযাবর হয়ে      চাহিয়া রহিব বধূ.....
সারাদিন যদি     অবহেলে দুরে রাখো 😔প্রাত্যহিকের গোলক-ধাঁধায়      কেন কুহকে'রে ডাকো...
তোমার জন্য      তুলে রাখি প্রতিদিনশবরী&#…

 


৩৪১.  *যদি--###*


শুভেচ্ছা যদি 

      সকাল বেলার  শুধু! 

দুরেই না হয়

যাযাবর হয়ে

      চাহিয়া রহিব বধূ.....


সারাদিন যদি

     অবহেলে দুরে রাখো 😔

প্রাত্যহিকের 

গোলক-ধাঁধায়

      কেন কুহকে'রে ডাকো...


তোমার জন্য

      তুলে রাখি প্রতিদিন

শবরী'র মতো

খুঁটে খুঁটে রাখি

        জমে থাকা যত 'ঋণ'...


কেন, কি বা চাই

কেনবা হারাই

      কেন বা অশ্রু জমে

কন্ঠ কেন বা

রুদ্ধ - 'বাষ্প'

   'ভালোবাসা' তোর নামে...


সন্ধ্যা যদিবা

        শাঁখের বাঁশীতে ডাকে

হাত ধরে তোর

রোজ হেঁটে যাবো

     না দেখা হাঁসুলি-বাঁকে...


রাত্রি যদি শুভ'র

               জন্য তোলা

ডিজিট্যালে চোখ

কেন বা ঈথারে

     নীরবে কান্নাগেলা....


           -- বাজে কবি