Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

কবিতা,শিরোনামে-লাল টুকটুক তিতলি প্রেমে,কলমে-প্রদীপ মন্ডল,তারিখ-23/09/2020.
লাল টুকটুক লাজে রাঙা মনটা যে তোমার,মুখের মাঝে চাঁদের ছটা ঘুঁচায় আঁধার!তোমার প্রেমে তারাগুলি তাইতো মজে আছে,উদাস রাতে আকাশ পথে ভাল্লাগেনা কাজে!চাঁদের আলোয় যা…

 


কবিতা,

শিরোনামে-লাল টুকটুক তিতলি প্রেমে,

কলমে-প্রদীপ মন্ডল,

তারিখ-23/09/2020.


লাল টুকটুক লাজে রাঙা মনটা যে তোমার,

মুখের মাঝে চাঁদের ছটা ঘুঁচায় আঁধার!

তোমার প্রেমে তারাগুলি তাইতো মজে আছে,

উদাস রাতে আকাশ পথে ভাল্লাগেনা কাজে!

চাঁদের আলোয় যায় যে গলে মিঠি জোছনা,

যত দেখি মেলে আঁখি মন যে ভরেনা!

ঘুমের মাঝে সকাল সাঁঝে তোমায় ভালোবাসি,

ভোরের অন্তে ঐ দিগন্তে দেখি মধুর হাসি!

উদাস পারা স্বপ্ন ঝরা আকাশে বৃষ্টি ঝরে,

তোমার কথা পড়ে মনে একলা থাকলে ঘরে!

নোটন নোটন পায়রা যেমন ঝোটন বেঁধেছে,

তোমার জন্য আমার মনে ফাগুন জেগেছে!

আগুন ধরা তোমার যৌবন প্রেমের লগন লাগা,

মৌমাছিরা গুনগুনিয়ে শুধু রাতজাগা!

ধীমী ধীমী,রিনিঝিনি বৃষ্টিঝরা এ মন,

তোমার প্রেমে আমার এ মন করে জ্বালাতন!

উদাস হাওয়া,হারিয়ে যাওয়া,মেলে রঙিন পাখনা,

তোমার প্রেমে আমার এ মন,হারিয়ে যায় যাকনা!

ঘোমটা খুলে পেখম তুলে,তিতলি যাকনা উড়ে,উড়ে,

তোমার প্রেমে তারার ওড়না,যাকনা খসে পড়ে!

চাঁদ আসুক মাটিতে নেমে,রাত যাকনা আকাশে থেমে!

দিনের আকাশ থাকনা ঘুমে,মরে যাকনা তোমার প্রেমে!

ভাসবো বাতাসে,রাতের আকাশে,

হাসবো আবার তোমায় ভালোবেসে!

মন বারেবার,পাবেনা আর,যাবেনা আর কখনো,ক্ষয়ে ক্ষয়ে,

তুমি আমি দুজনা,খোয়া খোয়া জোছনা,আকাশে রব রাতের তারা হয়ে!!