Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত ময়না

রাজনৈতিক হানাহানিতে তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা পঞ্চায়েত এলাকা।।ময়না থানার বাকচা পঞ্চায়েত এলাকায় পুলিস সুপার সুনীলকুমার যাদবের নেতৃত্বে কয়েকশো পুলিসের অভিযান। উদ্ধার বোমা তৈরির প্রচুর মশলা। সবং ও ভগবানপুর বর্ডার সিল করে …

 


রাজনৈতিক হানাহানিতে তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা পঞ্চায়েত এলাকা।।

ময়না থানার বাকচা পঞ্চায়েত এলাকায় পুলিস সুপার সুনীলকুমার যাদবের নেতৃত্বে কয়েকশো পুলিসের অভিযান। উদ্ধার বোমা তৈরির প্রচুর মশলা। সবং ও ভগবানপুর বর্ডার সিল করে এবং কেলেঘাই নদীতে চার-পাঁচটি নৌকায় নজরদারি রেখে সাত-আটটি গ্রামে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিজেপির দাপটে বাকচা পঞ্চায়েত প্রধান সহ বহু তৃণমূল নেতা-কর্মী দীর্ঘদিন ঘরছাড়া। দীর্ঘ দুই বছর ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে বিজেপি প্রভাবিত গ্রামবাসীর সঙ্গে। গতবছর একটি খুনের মামলায় এখনো 13 জন পলাতক। তাদের খুঁজতেও এদিন তল্লাশি চালায় জেলা পুলিশ প্রশাসন। ওয়ারেন্টের নাম থাকা একজনকে পুলিশ গ্রেপ্তার করে। 6 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা পুলিশ। এবার নতুন করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য অভিযান আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিস সুপার এম. এম. হাসান।