প্রিয় রবিঠাকুর,
জানো এবার তোমার জন্মদিন টা খুব খারাপ কাটবে। সারা দেশ স্তদ্ধ, ধুঁকছে এরমধ্যে কি ভাবে তোমার জন্মদিনের উৎসব করব বলো? অবশ্য আমি জানি তুমি বলবে, আমাকে যখন তোমরা মনেই রেখেছো তখন আড়ম্বরের দরকার কি ? …
প্রিয় রবিঠাকুর,
জানো এবার তোমার জন্মদিন টা খুব খারাপ কাটবে। সারা দেশ স্তদ্ধ, ধুঁকছে এরমধ্যে কি ভাবে তোমার জন্মদিনের উৎসব করব বলো? অবশ্য আমি জানি তুমি বলবে, আমাকে যখন তোমরা মনেই রেখেছো তখন আড়ম্বরের দরকার কি ? জানো তো, একটা প্রশ্ন বারবার মনে আসছে এই দুর্দিনে তুমি থাকলে কি করতে ?
তুমি কি মাস্ক পরে পরে নেমে মানুষের পাশে দাঁড়াতে ? যেভাবে তুমি বঙ্গভঙ্গের বিরোধিতা করে রাখী বন্ধন শুরু করেছিলে ? যদিও শাসকের বিরুদ্ধে যুদ্ধ আর ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ এক নয়।
তুমি কি ডাক্তার, নার্স, পুলিশ,ব্যাঙ্ককমীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ? নাকি তারা 'এগিয়ে থাকে , এগিয়ে রাখে তাদের সাথে ভিডিও কনফারেন্সে গান গাইতে "নাই নাই ভয় হবে হবে জয় "- কে জানে! অবশ্য শুধু গান গেয়ে দায়িত্ব শেষ করে দিতে তুমি কখনও পারতে না।তাই না ?
সারাজীবন তুমি লড়ে গেছো,বহু যন্ত্রণায় দগ্ধ হয়েছো। সেই তুমি কি আজ পারতেনা দিশেহারা সাধারণ মানুষ, পারস্পরিক দ্বন্দে লিপ্ত রাজনৈতিক দলগুলিকে পথ দেখাতে ?
আজকের এই ঘোর দুর্দিনে মনে বহু জাগে রবিঠাকুর। তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ ছিলে না, তুমি যে পথের দিশারী।
তুমি একদিন শুরু করেছিলে মুক্ত প্রকৃতির বুকে পাঠদান, আর আজ অনলাইন পড়াশোনার চাপে শিশুদের শারীরিক সমস্যার পথ প্রশস্ত হচ্ছে।দিনের ৩/৪ঘন্টা কম্পিউটার স্ক্রীনের দিকে তাকিয়ে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে তোমার শিশু ভোলানাথের দল। অদূর ভবিষ্যতে চোখের সমস্যা যাদের অবশ্যম্ভাবী।
আর, সেই সব মানুষ " শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে" তারা কাজ করে তারা আদৌ বাঁচবে তো ? বড় প্রশ্নচিহ্ন আজ তাদের জীবনজুড়ে। মাসাধিক কর্মহীন এই মানুষ গুলোর পরিবারের ভবিষ্যত আজ অনিশ্চিত।বলো না রবিঠাকুর ওরা কি করবে ?
অনেক কিছু হারানোর মুখে দাঁড়িয়ে আজ মানবসভ্যতা
। শুধু প্রকৃতি ফিরে পাচ্ছে তার পুরনো রূপ। নদীর জল আবার নীল,বাতাস আবার দূষণমুক্ত, গাছপালা আবার সবুজ। তুমি বলেছিলে "দাও ফিরে সে অরণ্য লও এ নগর"- কিন্তু এইভাবে তো আমরা চাই নি গুরুদেব।আমরা কি প্রকৃতির বুকে ফিরে যাবো মানবসভ্যতার ধ্বংসাবশেষের ওপর দিয়ে ?এটি সভ্যতার পাপের ফল ?আমরা কি আমাদের অপরাধের শাস্তি পাচ্ছি ? একটা ভাইরাস এই বিশ্বচরাচরকে স্তদ্ধ করল।এর শেষ কোথায় রবিঠাকুর ? তুমি যে আজও আমাদের আশ্রয়।পথ দেখাও গুরুদেব,পথ দেখাও।
ইতি
শর্মিলা(লকডাউনের সময় লিখেছিলাম)