শিরোনাম- নারী হারতে শেখেনিকলমে- ভারতী দত্ততারিখ- ২৫/০৯/২০২০
নারী বলে শক্তিহীনা কখনোই সে নয়চাইলে নারী করতে পারে সকল বাধা জয়।নারীর কোলে জন্ম নিয়ে মা ডেকেছো যাকেবৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তাকে!
নারী হলো মায়ের জাত কেমনে ভুল…
শিরোনাম- নারী হারতে শেখেনি
কলমে- ভারতী দত্ত
তারিখ- ২৫/০৯/২০২০
নারী বলে শক্তিহীনা কখনোই সে নয়
চাইলে নারী করতে পারে সকল বাধা জয়।
নারীর কোলে জন্ম নিয়ে মা ডেকেছো যাকে
বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তাকে!
নারী হলো মায়ের জাত কেমনে ভুলে গেলে
সেই নারীকে অবজ্ঞাতে দিওনা ঠেলে ফেলে।
কখনো নারী মাতা রূপে সন্তান বুকে ধরে
দুর্গা হয়ে কখনো আবার অসুর নিধন করে।
নারী চাইলে করতে পারে পৃথিবী কে জয়
মানুষ রূপি অসুরেরা পাবে নারী কে ভয়।
দশটি হাতে অস্ত্র তুলে যদি করে নারী রোষ
অসুর মেরে হয়না নারীর বিরাট কোনো দোষ।
আজ অন্তরের নিভু আলো দাবানল হয়ে জাগে
নারীর মাঝেও শক্তি আছে তা কেমনে ভুলেছে আগে।
দুরন্ত ঝড় নাড়া দিয়ে বলে নারী তুমি জেগে ওঠো
প্রতিবাদের ধ্বজা তুলে ধরে সামনের পথে ছোটো।
নারী ও পারে দুর্গম পথে সাহসে এগিয়ে যেতে
মহাকাশে পাড়ি দিতে তাকে দেখেছো কি ভয় পেতে?
মহাসাগর সাঁতরে নারী প্রমান করেছে পারে
ত্রিশূল হাতে নিয়ে আবার নারী ই অসুর মারে।
নারী শক্তি জাগ্রত হলে নারী বিপদমুক্ত হবে
জগৎ মাঝে নারীর কীর্তি অমর হয়ে রবে।
নারীই মাতা, নারীই ত্রাতা, নারী সর্বশক্তিমান
এসো আজ সবে মিলে গাই নারীর জয়গান।।