Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার দৈনিক সেরা লেখনি সম্মাননা

""উড়োচিঠি""
কেউ একজন উড়োচিঠিতে বলেছিল, ভালবাসি,ভালবাসি,ভালবাসি!কতযে উপমায় উপমিত ছিল সেই পত্রখানা।আজো ভেবে পাইনা কে লিখেছিল ঐ পত্রটি।কতজনকে মনেমনে ভেবেছি,তা কাউকেই বলিনি আজ পর্যন্ত।এতো সুন্দর করে কেউ চিঠি লিখতে …

 


""উড়োচিঠি""


কেউ একজন উড়োচিঠিতে বলেছিল, 

ভালবাসি,ভালবাসি,ভালবাসি!

কতযে উপমায় উপমিত ছিল সেই পত্রখানা।

আজো ভেবে পাইনা কে লিখেছিল ঐ পত্রটি।

কতজনকে মনেমনে ভেবেছি,

তা কাউকেই বলিনি আজ পর্যন্ত।

এতো সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে 

আমার জানা ছিলনা।

না জানি তার মনের প্রেমটা কত নির্মল সুন্দর ছিল!

ভেবে আজো তাকে দেখতে ইচ্ছে করে।

বলতে ইচ্ছে হয়,কেন সে সামনে আসেনি।

আমিতো কতদিন তার জন্য অপেক্ষা করেছি।

তাকে ভেবে মালা পড়েছি,পায়ে আলতা দিয়েছি,নূপুর পড়েছি।

দুটি বেনী করে রঙীন ফিতায় ফুল তুলেছি।

বর্ষার গগনে তাকে খুঁজেছি।

নদীর তীরের কাশফুলেফুলে,তার সঙ্গে লুকোচুরি

 খেলতে চেয়েছি।কিন্তু সে কে?

আজো তার নামের মালা জপি।

শুধু সাংকেতিক কিছু চিহ্ন ছিল, 

যা আজো অচেনা অজানাই রইল

বন্ধুরা তোমরা কি জানো কে সেই প্রেমিক?

যে আমাকে খোঁপায় তারার ফুল গুঁজে দিতে চেয়েছিল।

কর্নে তিতিয়া তিথির  চৈতি চাঁদেরও দুল পড়াতে চেয়েছিল।

সাত সুরে বাসর রচিতে চেয়েছে যে আমার!

তাকে আজো খুঁজি তারায় তারায়!

চাঁদনী রাতের মায়ায়!

মনে মনে বলি,বন্ধু তুমি কোথায় কোথায়,কোথায়?