স্বপ্ন***কবি-অঞ্জলি মিশ্র29/9/2020
স্বপ্নটা আমার না হয় হলো সত্যি মিথ্যে দিয়েই টিকে থাকুক এক রত্তি।ঝাড়বাতি টা জ্বলবে না আর কোনোদিনস্বপ্নে প্রদীপ জ্বললেই আসবে সুদিন।
মিলন যদি হতে চায়তো হোক নাস্বপ্নের মালাবদল যায় না রোখা।বিশ্ব ভূব…
স্বপ্ন
***
কবি-অঞ্জলি মিশ্র
29/9/2020
স্বপ্নটা আমার না হয় হলো সত্যি
মিথ্যে দিয়েই টিকে থাকুক এক রত্তি।
ঝাড়বাতি টা জ্বলবে না আর কোনোদিন
স্বপ্নে প্রদীপ জ্বললেই আসবে সুদিন।
মিলন যদি হতে চায়তো হোক না
স্বপ্নের মালাবদল যায় না রোখা।
বিশ্ব ভূবন স্বপ্নে ভরে থাকনা
সুখ দুঃখের মাঝে থাকুক সব বোকা।
নীল সমুদ্রের ফেনা রাশী রাশী তলে
মৎসরাণী খেলে গভীর জলে।
বলাকা যদি মেলে দেয় তার ডানা
স্বপ্নে তারে যায় নাকো করা মানা।
স্বপ্নটা আমার হবেই একদিন সত্যি
মিথ্যে দিয়ে যাবে নাকো তারে ঢাকা।
দুঃখ থাকে থাকুক না এক রত্তি
মায়া জালে তারে ভরেতো যাবে না রাখা।
********