অপেক্ষা
ধূসর বিকেলে গুমরে ওঠে মন খারাপের ঝড়,নিস্পাপ প্রেম তছনছ হলো বৃষ্টি থামার পর।সাধের বাগানে আর ফোটেনা হাজার রকম কলি,আমার আমিকে একা নিয়ে তাই একলা পথেই চলি।নির্জন দিনে খুঁজি আনমনে ভাঙা স্বপ্নের ছবিটা,পোড়া হৃদয়ে লিখি রোজ রাতে…
অপেক্ষা
ধূসর বিকেলে গুমরে ওঠে মন খারাপের ঝড়,
নিস্পাপ প্রেম তছনছ হলো বৃষ্টি থামার পর।
সাধের বাগানে আর ফোটেনা হাজার রকম কলি,
আমার আমিকে একা নিয়ে তাই একলা পথেই চলি।
নির্জন দিনে খুঁজি আনমনে ভাঙা স্বপ্নের ছবিটা,
পোড়া হৃদয়ে লিখি রোজ রাতে ব্যর্থ প্রেমের কবিতা।
একাকী প্রহর কাটিয়েছি আমি উদাস হাওয়ার সাথে,
ফিরবিনা তুই তবু চেয়ে থাকি, ফেরার অপেক্ষাতে।
সবহারাদের দলে আছি আমি, নেই হারানোর ভয়,
শত ভালোবেসে অনেকেই পায় নিখুঁত পরাজয়।
স্মৃতিদের ভিড়ে হারাই নিজেকে, তোকে হারানোর পরে,
ভুলতে চেয়েও পারিনা ভুলতে ক্রমশ আঁকড়ে ধরে।
জীবনের তরী আজো বয়ে চলে অজানা নদীর পথে,
বেঁচে আছি আমি এই আশাতেই, দেখা হবে তোর সাথে।
নিয়তি সেদিন খেলবেনা আর নিষ্ঠুর কোনো খেলা,
ভাঙা ঘরখানা সাজাবো আবার আসলে গোধূলি বেলা।
সুদীপ্তা দে সরকার