Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অনুকবিতা নিক্কন  পর্ব 14শুভ্র তাজমহলমৌসুমী মুখার্জী
মন ভেসে গেছে যমুনা নদীর জলেযেখানে শুভ্র তাজমহল ,প্রেমের প্রদীপ জ্বলে।কি অপরূপ মোহিত চোখে দেখেছি তার রূপমমতাজ তুমি বন্দিনী প্রেমিকা      মৃত্যু করেনি চুপ। সৌধের  নিচে কবর তোমার জা…

 


অনুকবিতা নিক্কন  পর্ব 14

শুভ্র তাজমহল

মৌসুমী মুখার্জী


মন ভেসে গেছে যমুনা নদীর জলে

যেখানে শুভ্র তাজমহল ,প্রেমের প্রদীপ জ্বলে।

কি অপরূপ মোহিত চোখে দেখেছি তার রূপ

মমতাজ তুমি বন্দিনী প্রেমিকা      মৃত্যু করেনি চুপ।

 সৌধের  নিচে কবর তোমার জানে জনে জনে,

কত প্রেম দিলে পায়  প্রেমিকা এ হেনো শাজাহানে।

স্মৃতির সৌধ   অমলিন থাক দেখুক বিশ্ববাসী

 দেখে যাও সবে তাজমহলেই আছে 

প্রেমে  ঠাসা  বাদশা বেগমের হাসি।