Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-লেখনি-সম্মাননা

,................//ধর্ম//……........................//লিপিকা//............
 আমার কাছে  ধর্ম মানে ঈশ্বর বা আল্লা নয় ,আমার কাছে ধর্ম মানে মন্দির বা মসজিত নয় ,আমার কাছে ধর্ম মানে গীতা বা কোরান নয় ,আমার কাছে ধর্ম মানে সেলাম বা প্রণাম ন…

 


,................//ধর্ম//…….......

.................//লিপিকা//............


 আমার কাছে  ধর্ম মানে ঈশ্বর বা আল্লা নয় ,

আমার কাছে ধর্ম মানে মন্দির বা মসজিত নয় ,

আমার কাছে ধর্ম মানে গীতা বা কোরান নয় ,

আমার কাছে ধর্ম মানে সেলাম বা প্রণাম নয়,

আমার কাছে ধর্ম মানে মানবতার জয় !


ধর্ম, যে শান্তির কথা শোনায় -----------

ধর্ম ,যে দুঃখীর দুঃখ ঘোচায় -----------

ধর্ম ,যে মানবতার গান গায়------------

ধর্ম ,যে মুমূর্ষুর জীবন ফেরায় ---------


যে ধর্ম মানুষে বিভেদ সৃষ্টি করে ,

হিংসা -বিদ্বেষে সমাজকে কলুষিত করে ,

সে যে অধর্ম ,ধর্ম নয় !❤️🙏