পিতৃপক্ষের অবসান কালে - দেবীপক্ষের সূচনা কালের মাহেন্দ্র ক্ষণে মহালয়ার পূণ্য লগ্নে নাশ হোক সকল অশুভ শক্তির !!! হোক মানুষরূপী অসুরের দমন !! পিতৃপক্ষের অবসানে আসুক দেবীদুর্গার প্রতিভূ ঘরে ঘরে ...
" নারী আজ দেবী "
…
পিতৃপক্ষের অবসান কালে - দেবীপক্ষের সূচনা কালের মাহেন্দ্র ক্ষণে মহালয়ার পূণ্য লগ্নে নাশ হোক সকল অশুভ শক্তির !!! হোক মানুষরূপী অসুরের দমন !! পিতৃপক্ষের অবসানে আসুক দেবীদুর্গার প্রতিভূ ঘরে ঘরে ...
" নারী আজ দেবী "
শর্মিষ্ঠা ভৌমিক
মনে পড়ে সেই ঝাউবনের ফাঁকে রোদের লুকোচুরি !!
হাতে হাত ধরে ,পায়ে পায়ে এগিয়ে চলা এক অদ্ভুত প্রেম আবেশে ....
মনে হয়েছিল সৃষ্টি করবো আমরা এক মধুর প্রেমকাহিনী !!
তোর কাঁধে মাথা রেখে ভেবেছিলাম আমার মত সুখী আর কে আছে !!!
বৃষ্টিতে ভিজেছি কত ... ভেবেছি গান যদি জানতাম .... গাইতাম দু ' কলি ....
সাজতাম প্রতি সন্ধ্যায় ... মুগ্ধতা দেখবো তোর দু 'চোখে ...
পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে হয়ত লিখেছিস তুই কত কবিতা ... কিন্তু আমাকে নিয়ে লিখেছিস কখনও ??
তবে সেদিন ছিল অমাবস্যার রাত ...মনের আঁধার যেন আরও গহন - গভীর !!
তোর অবহেলা বুঝেও বুঝতাম না ... তবুও ... ঈশ্বর ... আমি পারিনি ভাবতে ...
তোর মন ছুটে বেড়াত ... অন্য কোনোখানে !!
তোর দৃষ্টি খুঁজতো অন্য কিছু ??
তবুও ঈশ্বর .... আমি পারিনি ভাবতে ....
সব আবছা ... পড়তে পারছিনা .... কাগজে কার নাম ???
মেয়েটি তো আমাদের পাড়ার ... রেশমী ছিল নাম ....
পুকুরপাড়ের আগাছার ধারে বস্ত্রহীন ...
ধর্ষিতা আজ সে !!
ধর্ষণকারী যে ও !!!!!!!
আমি যে সুখী ভাবতাম নিজেকে ... সুখী ....
বাস্তব ছেড়ে কল্পনায় ভেসেছিলাম ...
আমি এখনো বেঁচে আছি ..... ধর্ষকের প্রেমিকা হয়ে !!!!
বড় সুখী ভাবতাম নিজেকে .... বড় সুখী .....
সত্যিই বড় সুখী আমি আজ ...
দিয়েছি সুবিচার সেই অভাগী রে ...
দোষীরে দিয়েছি প্রাণদন্ড !!
মনে পড়ে অর্জুনের দ্বিধা ... তার ব্যথা ..
দেবী আজ আমি নিজে ...
দন্ড দিয়েছি নিজ প্রেমিককে ....
দেবী আজ নিজে আমি ..
দেবী আজ নিজে আমি ..