#চেক_মেট#ভারতী_দাস১৩/০৯/২০২০
একটা করে দিন ফুরিয়ে এলেইসময় বলে, সে আসছে........ঋতু পরিবর্তনের সাথে ফুরিয়ে আসা দিনপঞ্জী। রূপের গৌরব নেই তার, শীতল স্পর্শে জুড়িয়ে দেয় তনু মন। কোনদিন তাকে আমন্ত্রণ জানাতে হয়না, নির্ঘন্ট মেনে সঠিক …
#চেক_মেট
#ভারতী_দাস
১৩/০৯/২০২০
একটা করে দিন ফুরিয়ে এলেই
সময় বলে, সে আসছে........
ঋতু পরিবর্তনের সাথে ফুরিয়ে আসা দিনপঞ্জী।
রূপের গৌরব নেই তার, শীতল স্পর্শে জুড়িয়ে দেয় তনু মন।
কোনদিন তাকে আমন্ত্রণ জানাতে হয়না,
নির্ঘন্ট মেনে সঠিক সময় নিয়ে আসে পরোয়ানা.....
দস্তাবেজে লেখা থাকে শুধু একটাই কথা
"এবার যেতে হবে ওপারে.. "
তবে একটু অবসর যদি থাকে
চৌষট্টি ঘরের বে রঙিন খেলায় মাতবো তার সাথে।
সৈন্য সাজাবো স্মৃতি দের পাহারায়....
হারিয়ে যাওয়া মেয়ে বেলা, পুতুল খেলার দিন
রুমাল চুরি আর চু-কিতকিত অনাবিল আনন্দ, ভাগ করে নেবো তার সাথে।
সঞ্চয়ের কাগজগুলো রেখে যাব মন্ত্রীর হেফাজতে
ক্রেডিট কার্ড, ডেভিড কার্ড আর কয়েকটা জীবন বীমা।
হাতে গড়া সংসার, নোনা দেওয়াল, শ্রীহীন বহমান জীবন, অপত্য স্নেহ, কর্তব্যের বেড়াজাল আগলে রাখবে রানী ,
গুরু দায়িত্ব টা অবশ্যই রাজাকে দেবো
সব অপূর্ণ কাজ পূর্ণ করার মনোবাঞ্ছা!
হঠাৎ কানে আসে শব্দ টা....
"চেক মেট"
সে আমায় নিয়ে চলেছে....
যেখানে দু'চোখ যতদূর যায়, শুধুই আঁধার।