Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-লেখনি-সম্মাননা

#প্রিয়_পুরুষের_মায়া#লাবনী
 মায়ার সন্ধান আমি কাউকে দিতে পারিনি , যে মায়ার বাঁধনে আটকে পড়ে কেউ বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে আনতে চায় একশ‌ো আটটা নীল পদ্ম !
‌সেই মায়ার বাঁধনে আমি কাউকে বাঁধতে পারিনি ।                  " আমি…



#প্রিয়_পুরুষের_মায়া

#লাবনী


 মায়ার সন্ধান আমি কাউকে দিতে পারিনি ,

 যে মায়ার বাঁধনে আটকে পড়ে কেউ বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে আনতে চায় একশ‌ো আটটা নীল পদ্ম !


‌সেই মায়ার বাঁধনে আমি কাউকে বাঁধতে পারিনি ।

                  " আমি আজ ব্যর্থ নারী "


বুকের গহীনে ভীষণ যত্নে পুষে রাখা মায়ার প্রান্তর _

আমি বারবার ভুল মানুষের সামনে উন্মুক্ত করেছি ;


 অথচ কেউই এই অসীম মায়ার প্রান্তর ছুঁয়ে অব্দি দেখেনি !!


আমি তো পুরোটাই বিনা দলিলে তোমায় লিখে দিতে চেয়েছিলাম প্রিয় পুরুষ ! !


              "তুমি বোঝনি .... এ তোমার ব্যর্থতা"


আমার রক্ত মাংসে গড়া শরীরের প্রতিটা অংশে --

 শিরায় উপশিরায় আজও শুধু তোমার নামের কাব্যি !!

                                                  -- প্রিয় পুরুষ