#অ_প্রেমিক
তুমি আমার প্রেমিক হতে চেয়েছিলে।যে আমায় রোজ নতুন করে আবিষ্কার করবে।সকাল থেকে সন্ধ্যে আমার বকবকে অতিষ্ট হয়েও, আমায় চুপ করে শুনবে।আমার যা কিছু বায়না,জারিজুরি এক নিমেষে পূরণ করবে।মিথ্যে রাগ, অভিমান গুলোর নাটুকে নাম রাখবে।মি…
#অ_প্রেমিক
তুমি আমার প্রেমিক হতে চেয়েছিলে।
যে আমায় রোজ নতুন করে আবিষ্কার করবে।
সকাল থেকে সন্ধ্যে আমার বকবকে অতিষ্ট হয়েও,
আমায় চুপ করে শুনবে।
আমার যা কিছু বায়না,জারিজুরি এক নিমেষে পূরণ করবে।
মিথ্যে রাগ, অভিমান গুলোর নাটুকে নাম রাখবে।
মিষ্টি কথায় ব্যস্ততাদের ঢাকবে।
প্রতিমাসে শখ পূরণের দাবি গুলো বলার আগেই হাজির করবে।
প্রচন্ড বৃষ্টিতে ছাতা হয়ে আড়াল করবে।
বিকেলের মন খারাপ অলীক স্বপ্নে ভরিয়ে দেবে।
বলেছিলে, প্রচন্ড জ্বরে আমার প্যারাসিটামল হবে।
নাহ, আমি হয়তো তা চাইনি।
বরং চেয়েছি,
পুরোনো আমি টাকেই রোজ নতুন করে ভালোবেসো।
তুমি আমার অনুভূতির প্রথম পাঠক হয়ো।
মিথ্যে রাগ, অভিমান গুলো আলিঙ্গনে ভুলিয়ে দিও।
হাজার ব্যস্ততার ভিড়েও একটু সময় দিও।
পারলে মাঝে মাঝে বাগান থেকে, গোলাপের গন্ধ তুলে এনো।
তুমি বরং আমার আকাশ হয়ো,
অসময়ের বৃষ্টি হয়ে ঝড়ে প'ড়ো।
বিকেলের মন খারাপে বাইকের লং ড্রাইভ আর রাস্তায় মাটির ভাড়ে এক চুমুক চা হয়ো।
প্রচন্ড জ্বরে পারদ যখন আকাশ ছুঁই, কপালের ভিজে জলপট্টি হয়ো।
তুমি বরং আমার দৃঢ়তা হয়ো।
পথে চলতে গিয়ে যখন হোঁচট খাবো,
আগলে ধরে সামলে নিও।
যখন আমি রাগে, দুশ্চিন্তায়
মাথার শিরা-উপশিরার সাথে দ্বন্দ্বে ব্যস্ত,
নিজের অজান্তেই ক্রমশ শরীর দুলিয়ে যাচ্ছি,
আমার নিরন্তর কাঁপা হাতটা একটু শক্ত করে ধ'রো।
বুঝিও 'আমি আছি তো'।
আমার যা কিছু বাচ্ছামি, তাকে ঢঙের কাঠ গোড়ায় তুলো না,
একটু না হয় সহ্য করে নিও।
আমার সমস্ত ভুল গুলো, ক্ষমার খাতায় লিখো না।
বরং যুক্তি দিয়ে একটু বুঝিয়ে নিও।
তুমি আমার উপন্যাসের শেষ অধ্যায় হয়ো।
সেখানে সকল বোঝাপড়া অন্তমিলে গায়ে সুখের চাদর মাখুক।
এমন এক সমাপ্তির সাক্ষী হয়ো।
কিন্তু নাহ তুমি পারোনি হতে,
হয়তো তুমি চাওনি তা।
তাই 'প্রেমিকে'র আগে 'অ' বসিয়ে,
মেনে নিয়েছো নীরবতা।
সুদা💕