বিভাগ ঃ কবিতা শিরোনাম ঃ অভিলাষ মৃগয়া মৃগয়া ১৮/৯/২০২০
মোর এ মধুর যাতনা সহিবো গোপনে,
শুধু মনে মনে আমার মনো মাঝে।
দূর হতে আনিবো বরিয়া-
সুধা বিষের অমৃত মায়া ভালে।
এ জনমের মধুর সাধ পূরণ নাহি হবে।
আঁখির ও কাজলে আঁকা নিশীথের বাঁকে,
নিন্দ্র…
বিভাগ ঃ কবিতা
শিরোনাম ঃ অভিলাষ
মৃগয়া মৃগয়া
১৮/৯/২০২০
মোর এ মধুর যাতনা সহিবো গোপনে,
শুধু মনে মনে আমার মনো মাঝে।
দূর হতে আনিবো বরিয়া-
সুধা বিষের অমৃত মায়া ভালে।
এ জনমের মধুর সাধ পূরণ নাহি হবে।
আঁখির ও কাজলে আঁকা নিশীথের বাঁকে,
নিন্দ্রা হারা দুটি আঁখি চেয়ে রবে আনমনে!
সঙ্গোপনে শুধু তোমায় যাবো ভালবেসে।
সে দিন তুমি ডাকিলে কাছে,
মরন গেছে ভেসে চোখের জলে।
অলস প্রহরে সুধা রসনায় ভরে,
দোঁহারে ডাকিলে মরুতৃষ্ণার প্রান্তরে।
বন্ধন হারা মৌন ব্যথা আজি নাহি অন্তরে।
মৃগতৃষ্ণার নয়ন নীরে বাঁধিলে বাঁধনে।
স্নেহ প্রেম ভক্তি লয়ে দাঁড়ালে দুয়ারে।
গভীর গোপন সুরে বাজিলো বীণাপানি
প্রনয় রাতির মুগ্ধ নয়নে হেরি।
আজিকে মোদের বিস্তার পারাবার,
গহন রাতের কলঙ্ককে রাতি করিলো ভার।
অস্ত রবির অন্ধকারে চরণে লুটায়ে সব।
বর্ষনহর্ষ ভরা তব নিকুঞ্জ বনতল চিরকাল।
পঞ্চ সুরের প্রেম বেদনা মাধুরিতে ভরালে এ অন্তর।
বিরহীকাজরী অন্তর নীরে রহিবে অম্লান।
মিলনো মালায় যুগলে গাঁথা বিস্মৃতি স্মৃতি ডালা
পড়ে থাক ভেজা চোখের পাতায় চিরগোপন রাগে-
আমি না হয় রহিবো পড়ে উদাসীন স্মৃতির বাঁকে।
শুধু তোমায় ভালবেসে।