Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-লেখনি-সম্মাননা

নারী
তোমার আগমনেমঙ্গলশঙ্খধ্বনিবাজে নি তো ঘরে ঘরে।তোমার তরে ছিল না কোন আবাহন।ভীরু ভীরু পদক্ষেপেঅনাহুতের মতো প্রবেশ তোমারগৃহস্থের ঘরে।বিসর্জনের বাজনা বুঝি তখনই বাজে।নহ কন‍্যা, নহ দয়িতা,নহ ভগিনীতুমি নারী।তুমিই প্রকৃতি।আশ্রয়প্রার্থী ত…

 


নারী


তোমার আগমনে

মঙ্গলশঙ্খধ্বনি

বাজে নি তো ঘরে ঘরে।

তোমার তরে ছিল না কোন আবাহন।

ভীরু ভীরু পদক্ষেপে

অনাহুতের মতো প্রবেশ তোমার

গৃহস্থের ঘরে।

বিসর্জনের বাজনা বুঝি তখনই বাজে।

নহ কন‍্যা, নহ দয়িতা,নহ ভগিনী

তুমি নারী।

তুমিই প্রকৃতি।

আশ্রয়প্রার্থী তোমাতেই,

ক্ষতের প্রলেপ তুমি,

তোমাকেই আবার আঁচড়ে আঁচড়ে

ক্ষতবিক্ষত করে।

সমস্ত কলুষ নিঃশেষে পান করে

পাপতাপহারিণী।

তুমি নারী,

তুমিই সর্বংসহা প্রকৃতি।


সংগীতা ইয়াসমিন

তমলুক,17/09/2020