দীঘা-মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে। শনিবার গভীর রাতে পূর্বভারতের বৃহৎত্তম সমুদ্র মৎস নিলাম কেন্দ্র দিঘার মোহনা মার্কটে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই আটটি দোকান। স্থানীয় মৎস্য…
দীঘা-মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে। শনিবার গভীর রাতে পূর্বভারতের বৃহৎত্তম সমুদ্র মৎস নিলাম কেন্দ্র দিঘার মোহনা মার্কটে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই আটটি দোকান। স্থানীয় মৎস্যজীবীরা ঘটনা দেখতে ঔপেয়ে দমকলে খবর দেয়। দুটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,তবে হতাহত হয়নি কেউ।