#জলের কিনার #সুপর্ণা চক্রবর্তী
নিভন্ত চুল্লি'র আঁচে সেঁকে নেওয়া এক ছিলিম চাঁদের গুমোর
জল হাতে ছুঁয়ে দিলে, প্রশমিত তাপ অমৃতের পুত্র
তার চেয়ে প্রিয় তীব্র মৈথুনের একটি রাত
দমকল বিভাগে আততায়ী ঘাঁপটি মেরে
তুমি কি জানো !!জলের কিনার…
#জলের কিনার
#সুপর্ণা চক্রবর্তী
নিভন্ত চুল্লি'র আঁচে সেঁকে নেওয়া
এক ছিলিম চাঁদের গুমোর
জল হাতে ছুঁয়ে দিলে, প্রশমিত তাপ
অমৃতের পুত্র
তার চেয়ে প্রিয়
তীব্র মৈথুনের একটি রাত
দমকল বিভাগে আততায়ী
ঘাঁপটি মেরে
তুমি কি জানো !!
জলের কিনারে ফ্যাকাশে
প্রিয়বন্ধুর লাশ..
#সুপর্ণা চক্রবর্তী