ষষ্ঠ পে কমিশন ও চাকরির নিরাপত্তার দাবিতে রাজ্য কৃষিজ বিপণন পর্ষদের অধীন পূর্ব মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কর্মচারীদের ডেপুটেশন ও অবস্থান-বিক্ষোভ ।
ওয়েষ্ট বেঙ্গল রেগুলেটেড মার্কেট এমপ্লয়িজ ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা রেগু…
ষষ্ঠ পে কমিশন ও চাকরির নিরাপত্তার দাবিতে রাজ্য কৃষিজ বিপণন পর্ষদের অধীন পূর্ব মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কর্মচারীদের ডেপুটেশন ও অবস্থান-বিক্ষোভ ।
ওয়েষ্ট বেঙ্গল রেগুলেটেড মার্কেট এমপ্লয়িজ ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট এমপ্লয়িজ ফেডারেশন ( পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন অধীনস্ত ) আর , এম . সি- কর্মচারীদের .. ষষ্ঠ বেতন কমিশন এর সুপারিশ অবিলম্বে কার্যকর করা, কর্মচারীদের বেতন এর সুনিশ্চিত করণ সহ কয়েক দফা দাবী দাওয়ার ভিতিতে একযােগে পশ্চিমবঙ্গের কয়েটি আর . এম . সি সচিব এর নিকট ডেপুটেশনের পাশাপাশি তমলুক শহরের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ হয়।
ডেপুটেশন পাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার রেগুলেটেড মার্কেট এর সচিব জানান যে সমস্ত দাবিদাওয়াগুলো জেলার মধ্যে আলোচনার ভিত্তিতে মিটিয়ে নেওয়া যাবে সে গুলি আলোচনা করা হবে এবং ষষ্ঠ পে কমিশন সহ বেশ কিছু দাবি রাজ্য কমিটিতে আলোচনার জন্য রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।