শিল্পী অভিনবত্বের পরিচয় পাওয়া যায় তার শৈল্পিক চিন্তায়। পেশায় শিক্ষক কিন্তু শিল্প মননে শিল্পী নরসিংহ দাস এক অভিনবত্বের প্রকাশ ফুটিয়ে তুললেন তার শিল্প চেতনায়। মহালয়ার পুণ্য লগ্নে মাকে আরাধনা করে শিল্পী তৈরি করলেন এক অপরূপ …
শিল্পী অভিনবত্বের পরিচয় পাওয়া যায় তার শৈল্পিক চিন্তায়। পেশায় শিক্ষক কিন্তু শিল্প মননে শিল্পী নরসিংহ দাস এক অভিনবত্বের প্রকাশ ফুটিয়ে তুললেন তার শিল্প চেতনায়। মহালয়ার পুণ্য লগ্নে মাকে আরাধনা করে শিল্পী তৈরি করলেন এক অপরূপ সৃষ্টি যা একজন চারু শিল্পীর পক্ষেই সম্ভব।
কালোজিরা আর মেথি দিয়ে এক অনন্য সুন্দর মায়ের অবয়ব সৃষ্টি শিল্পীর হাতের ছোঁয়ায় প্রান প্রদান করেছে। তার কথায়, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে মায়ের অবয়ব আঁকার চেষ্টা করলাম। সত্যিই তাই , মনের ইচ্ছে থাকলে খুব সামান্য জিনিস দিয়ে কত অসামান্য সৃষ্টি তৈরি করা যায়, শিল্পী নরসিংহ দাসের হাতের জাদু তার প্রমাণ।