Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনসৃজন কর্মসূচি পালন শুরু করলো তাম্রলিপ্ত বই মেলা কমিটি

পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহরকে সাজাতে বনসৃজন কর্মসূচি পালন শুরু করলো তাম্রলিপ্ত বই মেলা কমিটি।

পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুক। গত বছর তমলুক শহরের নিমতলা মোড় থেকে মানিকতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা …

 


পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহরকে সাজাতে বনসৃজন কর্মসূচি পালন শুরু করলো তাম্রলিপ্ত বই মেলা কমিটি।



পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুক। গত বছর তমলুক শহরের নিমতলা মোড় থেকে মানিকতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা ফোর লেনের কাজ শুরু হয়েছে। এখন প্রায় শেষের পথে। হলদিয়া উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তমলুকের ওই রাস্তায় পথবাতি লাগানো হয়েছে। ফোর লেনের মাঝখানে  ডিভাইডারে ফুলের গাছ লাগানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন তাম্রলিপ্ত বইমেলা কমিটিকে। জেলা প্রশাসনের অনুমতি পেয়েই রবিবার বনসৃজন এর কর্মসূচি শুরু করে দিল তাম্রলিপ্ত বইমেলা কমিটি ও তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। বনসৃজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত বই মেলা কমিটির সম্পাদক বিধান চন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, প্রাক্তন বিধায়ক ব্রহ্মানন্দ, স্থানীয় কাউন্সিলর চঞ্চল খাড়া, তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্য বীতশোক পট্টনায়ক সহ অন্যান্য সদস্যরা। প্রথম পর্যায়ে 2000 গাছ লাগানো হবে।