শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনায় দেবী বর্গভীমা মন্দির এর বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠান। রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনায় দেবী বর্গভীমা মায়ের নিকট বিশেষ পুজোপাঠ ও যজ্ঞানুষ্ঠান করলো তমলুক শহরব…
শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনায় দেবী বর্গভীমা মন্দির এর বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠান।
রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনায় দেবী বর্গভীমা মায়ের নিকট বিশেষ পুজোপাঠ ও যজ্ঞানুষ্ঠান করলো তমলুক শহরবাসী। কয়েকদিন আগেই মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মা গায়ত্রী দেবী করোনা ভাইরাসে আক্রান্ত হন। মন্ত্রী এবং তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনায় জেলার বিভিন্ন প্রান্তে বিশেষজ্ঞ পুজো পাঠের যেমন আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেবী বর্গভীমা মন্দিরেও শনিবার রাতে বিশেষ পুজোও হোম যজ্ঞ আয়োজন করে তমলুক শহরবাসী। দ্রুত রাজনৈতিক কর্মজীবনে ফিরে আসার আশায় তমলুক শহরবাসী।