Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাঁথির অমৃতা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাঁথির অমৃতার
মনের অদম্য ইচ্ছার জোরে এক নজির সৃষ্টি করলো পূর্ব মেদিনীপুর এর কাঁথির উত্তর খাসা গ্রামের বাসিন্দা অমৃতা নায়েক। চালের উপর ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল। কলকাত…

 



ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাঁথির অমৃতার


মনের অদম্য ইচ্ছার জোরে এক নজির সৃষ্টি করলো পূর্ব মেদিনীপুর এর কাঁথির উত্তর খাসা গ্রামের বাসিন্দা অমৃতা নায়েক। চালের উপর ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল। 

কলকাতায় আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে পড়া দ্বিতীয় বর্ষের ছাত্রী অমৃতা স্বাধীনতা দিবসে ছোট্ট একটা চালের উপর ভারতের মানচিত্র এঁকে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। এর আগেও সে বিভিন্ন ছোট ছোট জিনিস এর উপর ছবি এঁকে দৃষ্টান্ত রেখেছে। ছোট থেকেই তার চোখের হাই পাওয়ারের চশমা তার শৈল্পিক ইচ্ছাকে দমন করতে পারে নি।



তাঁর কথায়, আর্ট নিয়ে পড়তে পড়তেই বিভিন্ন ছোট ছোট জিনিসের উপর ছবি আঁকার চেষ্টা করতে থাকে। ছোট ছোট পাথর, তেজপাতা,উপর শিল্প তুলে ধরে। সেটাই ক্রমশ নেশা হয়ে যায়। ছোট্ট একটা চালের উপর ভারতের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে সাড়া ফেলে দিয়েছে সমগ্র কাঁথিতে। তিনি জানান, পরবর্তী সময়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এ নাম তোলার ইচ্ছে আছে।