Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের রূপনারায়ন নদে চলছে তর্পন।

তমলুকের পাশাপাশি কোলাঘাটের রূপনারায়ন নদে চলছে তর্পন।আজ শুভ মহালয়া, পিতৃ পক্ষের অবসান দেবীপক্ষের সূচনা।তাই আজ থেকেই আকাশে বাতাসে বেজে গেছে আগমনীর সুর।তবে মহালয়ার পূর্ণ্যসকালে নদীবক্ষে অনেক মানুষ আসেন তাদের পিতা মাতা বা আপন মানুষদ…

 


তমলুকের পাশাপাশি কোলাঘাটের রূপনারায়ন নদে চলছে তর্পন।

আজ শুভ মহালয়া, পিতৃ পক্ষের অবসান দেবীপক্ষের সূচনা।তাই আজ থেকেই আকাশে বাতাসে বেজে গেছে আগমনীর সুর।তবে মহালয়ার পূর্ণ্যসকালে নদীবক্ষে অনেক মানুষ আসেন তাদের পিতা মাতা বা আপন মানুষদের আত্মার শান্তি ও মঙ্গলকামনায় তর্পন করে থাকেন।ভোর থেকেই বিভিন্ন নদীঘাটে ভিড়জমান।আজ এমনই ছবি ধরাপড়লো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনান কুম্ভেশ্বরী ঘাটে।তবে সম্পূর্ণ নিয়ম বিধিমেনে করা হল তর্পনের বিশেষ আয়োজন।দেনানে সকাল থেকে কয়েকশ মানুষ তর্পন করতে আসেন এবং আপন মানুষদের তাদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় ভোর থেকেই নদীঘাটে ভিড়জমান।