Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের পুলশিটায় বিদ্যাসাগরের জন্মদিন পালন

কোলাঘাটের পুলশিটা গ্রামে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন।।
আজ বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস।দ্বিশত বর্ষ পেরিয়ে এবার ২০১ তম বর্ষে পদার্পন করলো বর্ণপরিচয় স্রষ্টার।আর সেই উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পুলশিটা বিদ্যাসাগর …

 



কোলাঘাটের পুলশিটা গ্রামে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন।।


আজ বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস।দ্বিশত বর্ষ পেরিয়ে এবার ২০১ তম বর্ষে পদার্পন করলো বর্ণপরিচয় স্রষ্টার।আর সেই উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পুলশিটা বিদ্যাসাগর পাঠাগারের সদস্যবৃন্দের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মহান পন্ডিত মেদিনীপুরের সিংহশিশু বিদ্যাসাগরের।এদিন প্রথমে বিদ্যাসাগরের মূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।এরপর ছোটছোট ছেলেমেয়েরা গান,আবৃত্তি ও স্মৃতিচারনার মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক চিত্তরঞ্জন বেরা, পঙ্কজ জানা,অঞ্জলী দত্ত,মালবিকা রাজপন্ডিত,আনন্দ হান্ডা সহ বিশিষ্টজনেরা।