Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্মরণে বিদ্যাসাগর

আজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মদিবস উপলক্ষ্যে আমার স্বরচিত কবিতা পাঠ করেছে বৃষ্টি সাহা। #কবিতা_বিদ্যাসাগর_শ্রদ্ধাঞ্জলি#কলমে_পিউ_হালদার_‌আশ#কবিতা_পাঠে_বৃষ্টি_সাহা
#বিদ্যাসাগর_শ্রদ্ধাঞ্জলি প্রণমি তোমারে বিদ্যারসাগর ,তু…

 


আজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মদিবস উপলক্ষ্যে আমার স্বরচিত কবিতা পাঠ করেছে বৃষ্টি সাহা। 

#কবিতা_বিদ্যাসাগর_শ্রদ্ধাঞ্জলি

#কলমে_পিউ_হালদার_‌আশ

#কবিতা_পাঠে_বৃষ্টি_সাহা


#বিদ্যাসাগর_শ্রদ্ধাঞ্জলি

 প্রণমি তোমারে বিদ্যারসাগর ,তুমিই তো দয়ার সাগর। 

জন্মদিনে জানাই তোমাকে শতকোটি সশ্রদ্ধ প্রণাম। 

১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর এসেছিলে তুমি মাতা ভগবতী দেবীর কোল আলো করে। 

সেদিন‌ই বীরসিংহ গ্রাম পেয়েছিল এক নক্ষত্র খচিত রত্নকে। 

আসল নাম তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। 

ছেলেবেলা থেকেই মনের অসীম সাহস, জেদ আর একগুঁয়ে স্বভাব তোমাকে জীবনে অগ্রসর হতে সাহায্য করেছে। 

তোমার দ্বারা অক্ষরজ্ঞান হয়েছে আমাদের, বর্ণ পরিচয়, কথামালা, বোধদয়। 

বিধবা বিবাহ থেকে শুরু করে বাড়ীর মেয়েদের শিক্ষার আলো জ্বালিয়েছিলে তুমি। 

নিজের ছেলের সাথে দিয়েছিলে বিধবা মেয়ের বিয়ে। 

টিপস‌ই ছেড়ে আমাদের সমাজের মানুষকে অক্ষরজ্ঞানে পরিচিত করেছিলে, সে তো তোমার ই কষ্টের ফল। 

বিদ্যাসাগর মহাশয় তুমি বাংলা গদ্যের, বা়ংলা গদ্য লেখার রীতিকে তুমি ঢেলে সাজিয়ে দিয়েছো। 

 সংস্কৃত শেখার সুবিধার জন্য ব্যকরণ কৌমুদী রচনা করেছিলে সেও যে তুমিই।

তোমার লেখা বর্ণপরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের কদর আজ ও বাঙালীর ঘরে ঘরে, 

প্রথম ভাগের জল পড়ে/পাতা নড়ে ----ছেলেবেলায় কবি রবীন্দ্রনাথের মনকেও ছন্দের দোলায় দুলিয়ে দিয়েছিল। 

এমনকি তাঁতীরাও তাদের কাপড়ের পাড়ে বুনতে লাগলো --------

    "বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সদরে করেছে রিপোর্ট বিধবাদের হয়ে"।।


মেয়েদের শিক্ষার প্রসারে ও তোমার অবদান অবিস্মরণীয়, 

ওদের জন্য খুলে দিয়েছিলে বালিকা বিদ্যালয়। 

গরীব দুঃখীর জন্য প্রাণ কাঁদতো সর্বদা তোমার, 

সাহায্য চাইলে ফিরিয়ে দিতে না তুমি কাউকে। 

এই দয়ালু হৃদয়ের জন্য লোকে তোমাকে আজ ও বলে বিদ্যাসাগর দয়ার সাগর ।

কবি মধুসূদন দত্ত তাঁর একটি কবিতায় লিখে গেছেন --------

      "বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে.... 

   করুণার সিন্ধু তুমি। 

 সবশেষে জানাই তোমায় দয়ার সাগর  শতকোটি সশ্রদ্ধ প্রণাম।। 


✍️

পিউ হালদার আশ 

২৬/০৯/২০২০