তমলুক শহরের বিদ্যাসাগরের ২০১ জন্ম দিবস পালন করল বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটি।।
তমলুকে আজ মহামানব বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম জন্ম দিন পালিত হল যথাযোগ্য মর্যাদায়। মহামানব বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির তমলুক শাখা…
তমলুক শহরের বিদ্যাসাগরের ২০১ জন্ম দিবস পালন করল বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটি।।
তমলুকে আজ মহামানব বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম জন্ম দিন পালিত হল যথাযোগ্য মর্যাদায়। মহামানব বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির তমলুক শাখার পক্ষে তমলুকের কোটপাড়া এবং বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনীর মূর্তিতে সকালবেলায় মাল্যদান এবং সংগীত পরিবেশিত হয় এবং সংক্ষিপ্ত সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সিদ্ধার্থ দাস নারায়ণ চন্দ্র ঘোড়া, সুমিত রাউত প্রমুখ।