Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজ পড়ে মৃত ২

এগরা ও পটাশপুরে বাজ পড়ে মৃত ২
বাজ পড়ে পূর্ব মেদিনীপুরে পৃথক জায়গায় দুই ব্যক্তির মৃত্যু।
এগরা এর দুবদা গ্রামের বাসিন্দা অরবিন্দ বেরা(40) ও স্ত্রী মিরা বেরা একসাথে মাঠে কাজ করছিলেন,সকালে থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই …

 


এগরা ও পটাশপুরে বাজ পড়ে মৃত ২


বাজ পড়ে পূর্ব মেদিনীপুরে পৃথক জায়গায় দুই ব্যক্তির মৃত্যু।


এগরা এর দুবদা গ্রামের বাসিন্দা অরবিন্দ বেরা(40) ও স্ত্রী মিরা বেরা একসাথে মাঠে কাজ করছিলেন,সকালে থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠ থেকে বাড়ি ফেরার সময় প্রচুর বাজ পরছে থাকে। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় অরবিন্দ বেরা নামে এক ব্যক্তির।



একই রকম পটাশপুর থানা এলাকার কানপুর গ্ৰামের রামকৃষ্ণ পাইখারা নামে বছর 38 এর এক ব্যক্তি চাষের কাজে মাঠে গিয়েছিল ।সেখানে আচমকা তার উপরে বাজ পড়ে।আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।