Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি দীপা সরকারের কবিতা গুচ্ছ

কবিতা- সুন্দর একটা বিকেল চাইকলমে - দীপা সরকার
সুন্দর একটা বিকেল চাইআবার মাঠে ফিরবো বলেতোদের সাথে একজোট হয়েসোপানে ছুটব সদলবলে।
ছু - কিতকিত, দারিবন্ধা, সাথে পিংপং টা নিয়ে,করবো লড়াই কে কর দলেদায় ক্যাপ্টেন কে দিয়ে।
কংক্রিটের এই  শহ…

 


 কবিতা- সুন্দর একটা বিকেল চাই

কলমে - দীপা সরকার


সুন্দর একটা বিকেল চাই

আবার মাঠে ফিরবো বলে

তোদের সাথে একজোট হয়ে

সোপানে ছুটব সদলবলে।


ছু - কিতকিত, দারিবন্ধা, 

সাথে পিংপং টা নিয়ে,

করবো লড়াই কে কর দলে

দায় ক্যাপ্টেন কে দিয়ে।


কংক্রিটের এই  শহর ছেড়ে

ভিজবো সবুজ ঘাসে,

খেলার শেষে পুকুর ঘাটে,

যেমন জলতরঙ্গ ভাসে।


রামধনু টাও দেখবো  মোরা

আকাশ পানে ধেয়ে,

একটা একটা রং গুনবো

এ ওর পানে চেয়ে।


সন্ধ্যে হতেই ফেরার পালা

হুড়োহুড়ি করেই চলে।

সুন্দর একটা বিকেল চাই,

আবার শৈশবে ফিরবো বলে।

************************

কবিতা - বোঝা বেড়ে চলে

কলমে - দীপা সরকার


বোঝা বেড়ে চলে

না বলা কথার ভারে।

এক রাশ ব্যাথা জমা

ওরে স্মৃতি দের ঝড়ে।


উরন্ত ছাই এসে বলে

জ্বলছে গোটা শরীর

গলে পড়ছে পঁচা মন

ধোয়ায় সব চোখ বন্ধ।


আঁশটে গন্ধে ভরেছে

শহরের অট্টালিকা,

সুগন্ধি মাখার  বিজ্ঞাপনে

মেতেছে জনসমাজ।


আদর্শ গুলি  অদৃশ্য

বই এর ভিড়ে চাপা ।

শত পৃষ্ঠার পূর্ণাঙ্গ বই

জ্ঞানের লালসা বাড়ায়।


পরিচিতির তকমা চাই

অথবা সংরক্ষণ শ্রেণী

পেলেও পেতে পারি

উঁচু কোন দরজায় স্থান।


বোঝা বেড়ে চলে

যুগ যুগ ধরে মনে

কি হতো এই চেন ছিড়ে

প্রতিবাদী চরিত্র নিলে?

*****************

 কবিতা - বৃষ্টি ভেজা ভোর

কলমে - দীপা সরকার


বৃষ্টি দেখা ভোরের আলো

ভেজা ঝাপটানো ডানা

মেঘ করেছে খুব রাগ

সূর্য উঠতে আছে মানা।


কচু বনটাও মাথা নারছে

রুপোলি জলের টলটল

দমকা হাওয়া হঠাৎ এসে

ভিজালো যে অঞ্চল।


গাছের পাতা এদিক ওদিক

নাচছে কোনো তালে

ইচ্ছে করে আজ ভেসে যাই

ভেসে পবন দেবের পালে।


লাল বর্ণ আকাশ যেন

মায়ের কাঁধের আঁচল

হাত বাড়ালেই পাবো ছুঁতে