Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ঝুমা দেব রায় এর কবিতা গুচ্ছ গুচ্ছ

কবিতা---🌹হাজার কুড়ি বছর🌹 কলমে----🍁ঝুমা দেব রায় 🍁২৮..৮..২০২০
জানো আমি অনেক বার প্রেমে পড়েছি জানি না কেন তুমি আমার সব প্রেম ছাপিয়ে একটা বিশেষ জায়গা করে নিলে!!! 🌹
আমি কত বার আগে বৃষ্টিতে ভিজেছিকিন্ত তোমার সাথে যখন বৃষ্টিতে ভিজলা…

 




 কবিতা---🌹হাজার কুড়ি বছর🌹 

কলমে----🍁ঝুমা দেব রায় 🍁

২৮..৮..২০২০


জানো আমি অনেক বার প্রেমে পড়েছি 

জানি না কেন তুমি আমার সব প্রেম ছাপিয়ে 

একটা বিশেষ জায়গা করে নিলে!!! 🌹


আমি কত বার আগে বৃষ্টিতে ভিজেছি

কিন্ত তোমার সাথে যখন বৃষ্টিতে ভিজলাম

জানলাম বৃষ্টির ও ভাষা আছে!!!🌹


জানো আগেও বসন্তে পলাশ শিমুলের রং দেখেছি 

কিন্তু তোমার সাথে যখন বসন্ত দেখলাম তখন

ঐ পলাশ শিমুলের রঙে আমার হৃদয় রাঙিয়ে 

ঐ রং আমায় সিক্ত  করলো তোমার ভালোবাসা!!!🌹


আমি কতবার সূর্য ওঠা দেখেছি মনে হতো যেন 

একটা জলন্ত অগ্নিকুণ্ড 

তোমার সাথে যখন দেখলাম সূর্য ওঠা মনে হলো 

যেন একটা হীরের খণ্ড যা দিয়ে সারা জগত কে 

আলোর স্নানে ভরিয়ে দিচ্ছে 

আমি সেই আলোয় স্নান করে তোমার হৃদয় মন্দিরে ভালোবাসার বেদীতে ফুলের অর্ঘ দিচ্ছি!!🌹


জানো আমি কতবার পূর্ণিমা  রাতে চাঁদ দেখেছি 

কিন্তু তোমার সাথে যখন পূর্ণিমা  রাতে চাঁদ দেখলাম আর ঐ চাঁদের আলোয় ভিজলাম 

আর আমাদের ভালবাসা আরো গভীর হলো 

তখন জানলাম অমাবস্যা আর পূর্ণিমা তফাৎ !!🌹


আমি  কতবার সমুদ্র দেখেছি কিন্তু তোমার সাথে 

যখন সমুদ্র দেখলাম তখন বুঝলাম ওই সমুদ্রের 

প্রেয়সী হারানোর কি করুন আর্তনাদ যা আজ‌ও

প্রচণ্ড গর্জনে ডেকে চলেছে!! 🌹


জানো আমি কতবার পাহাড়ে গেছি 

কিন্তু তোমার সাথে যখন পাহাড় দেখলাম তখন 

ঐ পাহাড় কে মনে হলো এক দন্ডায়মান শৌর্য পুরুষ যে কিনা  সমগ্র নারী জাতি কে বলছে 

আমি ছাড়া নারী অপূর্ণ. তুমি আমার সেই পুরুষ 

যে পরিপূর্ণ করেছে আমার নারী সত্বা কে!! 🌹


যার সাথে আমি হাজার কুড়ি  বছর চলতে চাই

তোমার প্রেমে বাঁচতে চাই !! 🌹

***************************

 কবিতা ---- জীবন 

কলমে  ---- ঝুমা দেব রায় 


জীবনের কান্না হাসির খেলায়  কেটে যায় সারা বেলা !!

রোদ আর বৃষ্টি লুকোচুরি স্মৃতি গুলো দেয় উঁকি 


সেদিনের আলো ছায়া ভরা বিকেলে গোধূলির

মেলাতে!! 


জীবনের যোগ বিয়োগে খেলায় হারিয়ে যাই আবেগের ভেলাতে !! 


হয়তো আজ কিছুই করতে পারবো না নূতন করে গুছিয়ে উপস্থাপন!! 


কখনো ফানুসের মত হাওয়ায় ভাসি আবার কখনো

নদীর উজানে নৌকার পাল তুলি!! 


কোন টা ঠিক কোন ভুল  বুঝিনা জীবনের এই 

শেষ বেলায়!! 


জীবনের অঙ্কতে আমি খুব কাঁচা হিসাব মিলাতে গিয়ে দেখি সবই ফাঁকা!!

************************

 # কবিতা #


 কলমে ---ঝুমা দেবরায় 


তোমায় নিয়ে একটা কবিতা লিখবো বকুলের পাতায় 

যাতে থাকবে তোমার আমার ভালবাসায় বকুলের ফুলের  গন্ধ!! 


তোমায় নিয়ে একটা কবিতা লিখবো ঐ ছাতিম পাতায় যাতে থাকবে ছাতিম ফুলের তোমার আমার ভালবাসায় নেশা জড়ানো গন্ধ!! 


তোমায় নিয়ে একটা কবিতা লিখবো 

ঐ পাইনের বনে যাতে থাকবে। তোমার আমার ভালবাসার নাম না জানা পাহাড়ী ফুলের গন্ধ !!


তোমায় নিয়ে একটা কবিতা লিখবো 

শরতের ভোরে তাতে থাকবে তোমার আমার 

ভালোবাসায় সদ্য ফোটা শিউলির গন্ধ!! 


আর  দূরের থেকে ভেসে আসবে কোনো এক 

অজানা ভৈরবীর গানে তোমার আমার 

মিলনের সুর!!!